যখন এলে

আঁধার ঘরের দুয়ারখানি ঠেলে
তুমি এলে!
দাঁড়াও দেখি প্রদীপখানি জ্বেলে,
যদি এলে!

দেখাশোনা হয়নি অনেকদিন,
কী জানি, চিনতে পারব নাকি!
হয়তো চোখের দীপ্তি হবে ক্ষীণ—
অন্ধকারে দেখব কেবল ফাঁকি!

সন্ধে দোলে অস্তাচলের কেশে,
নামে ছায়া আলোর পাশে হেসে,
বাতাস যে গায় অস্তাচলের গান—
মধুর সুরে ঘুমের ওঠে তান।

এমন সময় ছোট্ট করাঘাতে
আমার দ্বারে একটি দিলে ঘা,
মানসী আমার! একলা এত রাতে
আসবে তুমি, জানব কীসে তা?

সন্ধেবেলার উতল প্রেমের বানে
পৃথিবী ধরে হরেক রঙের তুলি;
পূরবী আমার! আজ সে রঙের টানে
এসো, দু-জন মিলনতরী খুলি!
Content Protection by DMCA.com