মানচিত্রের পুনর্নির্মাণ

 ভুলেযাওয়া হাসিটি এক অতীত মনে করিয়ে দেয়।
ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখলে, কথা দিচ্ছি, আমি
হারিয়েযাওয়া মানচিত্রটি, যে করেই হোক, পুনর্নির্মাণ করে দেবো।


কে আমায় তুচ্ছ করল বা একটি ইশারাধ্বনি দিয়ে আহত করল,
সেসব ভেবে ঘৃণার রোগে আর ক্রোধের শোকে আক্রান্ত না হয়ে
হৃদয়টাকে পচেযাওয়ার হাত থেকে কোনও না কোনওভাবে বাঁচিয়েই দেবো।


আমার যা ফুলকি ছিল ভেতরে, তার পুরোটাই নষ্ট করে দিয়েছিলাম।
এখন যা কিছু অবশিষ্ট রয়েছে, তা কেবলই অনুশোচনা, আর কিছুটা নির্মোহতা।
সময় আমার জীবনের সময়গুলি চুরি করে নিয়েছে।


বৃষ্টি শেষ হতেই স্বপ্নগুলি ভেসে গেল, তখন দেখলাম,
কুয়াশায় আমি আমার দিকটাই হারিয়েছি।
এখন আমি নৈঃশব্দ্যে একাকী বসে পুরাতন হিসেবের ভুল খুঁজতে থাকি।
Content Protection by DMCA.com