মাঝি, ঘরে ফেলে এলে কারে?
শূন্যতীরে নৌকো ভেড়াও,
দৃষ্টি ছুড়ো দূরে, ও মাঝি…
ঘরে ফেলে এলে কারে?
পেয়েছ নাকি তারে,
চলেছ খুঁজে যারে?
তবে যে মাঝি…
ঘরে ফেলে এলে কারে?
ফেরাও মাঝি নৌকো ঘাটে,
বেলা বয়ে যায়,…
কবে আর তুমি ফিরবে হাটে?
বেলা গেলে মাঝি মিলবে কি সদাই?
চুড়ি-ফিতে কিনে ফিরবে যে ঘরে,
সে ঘরের লক্ষ্মী তবে দেখি না যে…?
দৃষ্টি ছুড়ে দূরে,
খোঁজো যারে মাঝি,
সে নাই হেথা যদি,
তবে খোঁজো তবু কারে?
মাঝি, ঘরে ফেলে এলে কারে?