ভালোবাসা-চেনার মানুষকে বলি

 
তুমি খুব ভালোবাসা চেনো, তাই না?
ভালোবাসার কোনও গানের সুরের প্রতিটি ধারায়
নিজেকে ভিজিয়ে দেখেছ কখনও?
দেখো দেখো! মাতাল হয়ে যাবে ভেজালে!
ভালোবাসার মানুষটার বুকে কানপেতে তার স্বাভাবিক শ্বাস নেওয়ার শব্দ শুনেছ কখনও?
সেই শব্দের সাথে নিজের হৃৎস্পন্দন মিলিয়ে কখনও দেখো তো কেমন লাগে!
সত্যি বলছি, একদম পাগল হয়ে যাবে!
তখন খুব শক্ত করে আঁকড়ে ধরে ওকে বুকে মধ্যে রেখে দিতে ইচ্ছে করবে!


ইদানীং বড় ভালোবাসার কবিতা লেখা হচ্ছে, না?
শোনো বলি, মনে ভয় রেখেও ওটা লিখে ফেলা তো যায়ই,
তবে সেই ভয়টা রেখে ওই অনুভূতিতে
গা-ভাসানোটা ঠিক যায় না!
আশা রাখছি, কেবল হাততালি আর বাহবা কুড়োতে এসব আর লিখবে না তুমি!


এত ভয় কেন পাও?
ভুলে যদি ওই ভালোবাসাটাই তোমার অভ্যেস হয়ে যায়, তাই?
হলে হোক না…দাও না হতেই!
ভীষণ ভালো লাগবে, তুমি ভালো থাকবে!
সত্যি, এটা খারাপ না তো! ভালোবাসাটা
বড় সুন্দর একটুকরো নদীর মতন…
ওতে ডুবে থাকলেও তোমার কোনও ক্ষতি হবে না!


ঘুম ভাঙলে শোয়া অবস্থাতেই কানে হেডফোন লাগিয়ে
ভালোবাসার গান শুনতে শুনতে দিনটা শুরু করেই দেখো না…ভালো লাগবে!
ভালোবাসার মানুষ কাছে না থাক, তাও ওকে ভেবেই পাশবালিশটা
বুকে চেপে ধোরো, ওতে চুমু খেয়ো…দেখো, ভালো লাগবে!
আমি তো এমন রোজই করি…আহা, কী যে ভালো লাগে!


ভালোবাসা অবৈধ নয় গো!
সবাইকে ঠিকই ভালোবাসা যায়!
শুধু সম্পর্কের মানচিত্র বুঝে ভালোবাসার ধরনটা ভিন্ন হয়,
ওটাকে গুছিয়ে নিতে হয়…তবে পরিমাণটা কিন্তু ঠিকই থাকে!
কাজেই, বলছি আবারও, ভালোবাসতে ভয় পেয়ো না…বোকা ছেলেটা!


এই শোনো না! ভালোবাসি…অনেক অনেক ভালোবাসি! ভালোবাসি আমার পাগলটাকে!