: গভীর উপলব্ধি, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি না থাকলে আপনার পক্ষে কখনোই সৃষ্টিশীল কাজ করা সম্ভব নয়। এই যে ধরুন—চিত্রকর, লেখক কিংবা সুরের সৃষ্টিতে ভাসিয়ে রাখার ক্ষমতা যাঁদের থাকে, তাঁদেরকে আমার কাছে সাধারণ কোনো মানুষ বলে মনে হয় না।
সাধারণ মানুষের থেকে তারা যে-কোনো একদিক দিয়ে নিশ্চয়ই ভিন্ন, সূক্ষ্ণ একটা পার্থক্য তো রয়েছেই।
গ্রেটনেসের প্রতি আমার আলাদা ফ্যাসিনেশন কাজ করে, আমি ভীষণভাবে মুগ্ধ হই—কেননা, তাঁদের আলোকিত দিকগুলো আমাকে অনুপ্রাণিত করে। তবে আমি কখনোই এই ব্যাপারটা ছোঁয়ার চেষ্টা করিনি।
: আচ্ছা, আপনি তো বলেছিলেন...আপনার দেখা সবচাইতে অসাধারণ মানুষটিকেও আপনার জীবনের অংশ হিসেবে পেয়েছিলেন। আপনি কি তাকে ভালোবাসতেন?
: ভালোবাসি এই মুহূর্ত অবধি,
এবং ভালোবাসতে চাই...আমৃত্যু।