ব্যাকুলতা

 
কিছুক্ষণ আগের কথা। নামাজ পড়ছি। সিজদায় গিয়েছি,
সেখানেও…তোমার ভাবনা, তোমার চেহারা!
তুমিই বলো, প্রার্থনার মাঝেও যদি তুমি এসে যাও,
তবে আমি আর আছি কোথায়!


আমার সমস্ত কিছুই এভাবে তোমার দখলে গেলে,
স্বাভাবিক যে জীবনযাপন, তা আর করব কখন?
আমি কি তবে নিজের সাথে, নিজের কাজের সাথে…আর বাঁচব না?


আমি সত্যিই এখন তুমিবিহীন হতে চাই, একা হতে চাই!
এতটা ভালো তোমাকে বাসতে আমি আর চাই না,
আমি এখন এই আমাকেও একটু ভালোবাসতে চাই।


তুমি চলে যাও আমার সমস্ত ভাবনা থেকে!
আমার কোনও বিষাদ, কোনও চুপথাকা ক্ষণ…
তোমাকে দিতে আর চাই না।


আমি তোমাকে…
আমার সমস্ত বিষাদ আর নিষ্ঠুরতা নিয়েই ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি---তুমি না বাসলেও…
অতঃপর, আমি তোমাকেই ভালোবাসি!


আচ্ছা, এই বন্দিত্ব থেকে আমরা মুক্ত হব কখন?
দূরে কোনও দিগন্তে সবুজের কাছে…কখন যাব?


আমার না…কোনও নির্জন জায়গায় তোমার পাশাপাশি বসে,
তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে,
বাড়িফেরার উদ্দেশ্যে তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করছে!
ইচ্ছে করছে, গন্তব্যহীন অন্য কোথাও চলে যেতে তোমার সাথে।


আমি কখন তোমায় দেখতে পাব?...কখন!?
Content Protection by DMCA.com