বুদ্ধি নেই কিংবা ভালোবাসা আছে

 
আমায় বেসো না ভালো!
ভালোবাসলে পথের মাঝে নৌকা তোমার উল্টে যাবে!
এমনিই তোমার রাজ্যের চাপ…
এই বাড়তি ঝামেলাও কেন নেবে?
আমি কিন্তু বুঝি সবই!


ভালো যা বাসার, বাসব আমিই!
তুমি তো এখনও বাচ্চাছেলে, প্রেম শিখোনি!
শুনে চটছ কেন? যা বলছি, একদম ঠিক!
ভালোবাসতে জানতে যদি, এত ভয় পেতে কি?


ওসব ভালোবাসাবাসি…খুব ঝামেলা! ছেড়ে দাও তো!
আমি তো আছি, ভাবনা কী আর?
তুমি শুধু ভালো থাকো আর সুখে থাকো স্বস্তি নিয়ে!
কোনও জোর নেই, কোনও চাপ নেই।
বলেছি আগেও, কিছুই আমার লাগবে না গো!


তুমি ভালোবাস না বাস, কিছুই তাতে এসে যায় না।
তোমায় ভালোবাসি, তাই ভালোই বাসি!
এতে লেনদেন নেই, নেই কোনও সূক্ষ্ম হিসেব।
তুমি রাখ না রাখ, আমি তোমাকে রেখেই দেবো!


যদি আমাকে যাও ভুলেও,
তা-ও আমি আসব কাছে সময় হলেই!
তোমার মনের মধ্যে কত কথা,
সেখানে আমি থাকব কোথা?
আরে, বুঝি তো বাবা!
নো প্রবলেম, নো টেনশন!


একটা ঘটনা বলি। শুনে বুঝে নাও,
কতটা আমি অপদার্থ!
দুটো ডিকশনারি বাসায় ছিল।
মনে হলো, শিখেই ফেলি!
ওগুলো সাথে নিয়ে ঘুরতে থাকি,
দেখতে থাকি, মানে কেবলই চেহারা দেখি!
শোবার সময়
ওই ঢাউস সাইজের বইদুটোকে মাথার পাশেই রাখি!
...কোনও লাভ হয়নি!
লিটল শব্দে টি আছে কি তিনের বেশি, জানি না তা-ও!
বলো, কোনও মানে হয়?


ভাবি, তখন নাহয় ছোট্ট ছিলাম,
বুঝিনি কিছু। এখন তো আর ছোটটি নেই,
বড় হয়েছি। তবু এখনও কীসের আশায়
তোমায় রেখে দিচ্ছি মাথায় বেঁধে?


ছোটবেলায় বুদ্ধি ছিল না,
বড়বেলায় ভালোবাসা আছে।
অতএব, কাহিনি একই!
Content Protection by DMCA.com