শেষের মধ্যেই অশেষ আছে, এই কথাটি মনে… আজকে আমার গানের শেষে… জাগছে ক্ষণে ক্ষণে। সুর গিয়েছে থেমে তবু, থামতে যেন চায় না কভু, নীরবতায় বাজছে বীণা বিনা প্রয়োজনে। তারে যখন আঘাত লাগে, বাজে যখন সুরে--- সবার চেয়ে বড়ো যে গান, রয় সে বহু দূরে। সকল আলাপ গেলে থেমে, শান্ত বীণায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর স্বনে। আমার কাছে রাজা আমার রইল অজানা। তাই সে যখন তলব করে চড়া খাজানা, মনে ভাবি, পালিয়ে গিয়ে দেবো তারে ফাঁকি, রাখব দেনা এবার কয়েক জন্ম হলেও বাকি। যেখানেতেই পালাই আমি খুব গোপনে, দিনে কাজের আড়ালেতে, রাত নামলে স্বপনে, তলব তারই আসে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে। তাই জেনেছি, আমি তার নই কো অজানা। আরও জেনেছি, ঋণের দায়ে ডাইনে বাঁয়ে বিকিয়ে বাসা, নাই কো আমার সেই ঠিকানা। ভেবেছি তাই জীবনে মরণে, যা আছে, সব চুকিয়ে দেব তারই চরণে। তারই পরে নিজের জোরে নিজেরই স্বত্বে মিলবে আমার আপন বাসা তার সে রাজত্বে।