প্রার্থনা

 পানশালার রাস্তা বড়ো পাথর ছড়ানো---এবড়োথেবড়ো।
হে প্রভু, আমায় যদি বানালে সাকি,
এ সুরার পাত্র পুরবে কী পথে, সে খোঁজ কেন রাখলে বাকি?
সে রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে কত বহুবার ভেঙেছে কটোরা,
আমার সারাটা জীবন তোমার পায়ে সঁপেছি, প্রভু,
আর কিছু নয়, স্রেফ এ কটোরা একটু খেয়ালে রেখো!
পানশালার রাস্তা বড়ো পাথর ছড়ানো---এবড়োথেবড়ো।
Content Protection by DMCA.com