আমি একজন প্রতারককে ভালোবেসেছি। তাকে দেবতার আসনে বসিয়ে পুজো করেছি দিনের পর দিন। নিজের সমস্তটা দিয়ে তাকে আগলে রেখে বাঁচতে চেয়েছি। তাকে মনে করে জীবনের সব বেদনা দুঃখ ভুলে একটু ভালো থাকতে চেয়েছি। তাকে নিজের চাইতেও বেশি ভরসা করে নিশ্চিন্ত হয়েছি। সব কিছুকে উপেক্ষা করে শুধুই তার অস্তিত্বে বিশ্বাস রেখে একটা নতুন সকালের শুভসূচনার সাক্ষী আমি হতে চেয়েছি। আমি তার যোগ্য নই যদিও, তা-ও আমাকে এতটা আপন করে নিয়েছে ভেবে তাকে আরও ভালোবেসেছি, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়েছি। তার সমস্ত সাফল্য দেখে নিজের ব্যর্থতা ভুলতেও দ্বিধা না-করে তারই জন্য নিজের সবটা অনুযায়ী তার পাশে থাকতে চেয়েছি। তাকে এ জীবনের সবচে দারুণ আর অমূল্য পুরস্কার হিসেবে যত্ন করে তুলে রেখেছি। তাকে পেয়ে আরও একবার, যে ভালোবাসা শব্দটির প্রতিও ঘৃণা জন্মে ছিল, সেই ভালোবাসাকেই আবারও খুব ভালোবাসতে বাধ্য হয়েছি। আমার তুচ্ছাতিতুচ্ছ সৃষ্টিগুলোকেও বড়ো করে দেখছে ভেবে, প্রতিমুহূর্তেই আমাকে আত্মবিশ্বাসী করে গড়ছে ভেবে, প্রতিটি ভাবনায় তার মধ্যেই এ জীবনের পূজনীয় দেবতাকে খুঁজে পেয়েছি। আমার সমস্ত কাব্যে, তুলির আঁচড়ে, অনুভবে শুধুই তাকেই খুঁজে নিয়ে, তারই অস্তিত্বের পরমপ্রাপ্তিতে বার বারই নতুনরূপে গ্রহণ করেছি। তার প্রতিটি কথায়, প্রতিটি বিশ্বাসে, প্রতিটি দর্শনে নিজেকে মগ্ন করে পরমশান্তিতে দিন যাপিত করেছি। কোনও মূল্যের বিনিময়েই তাকে হারানোর মতো ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে পারব না তাই প্রতিদিনই প্রার্থনা করেছি। তাকেই জীবনের ধ্রুবতারা করে ভীষণ ভালোলাগায় রাতের পর রাত শুধুই তার কথা ভেবে বিনিদ্রায় কাটিয়েছি। তার সাথে একটি বার কথা বলার সুযোগ পেলে আনন্দোৎসব করেছি। সকল যুক্তিতর্কের ঊর্ধ্বে গিয়ে তাকে আপন করে নিয়েছি, এবং সেও নিয়েছে ভেবে পরম কৃতার্থম্মন্য হয়েছি। আমি ভুল করেছি। সত্যিই, মস্ত বড়ো ভুল করেছি! এতসব কিছুর ভিড়ে তাকে প্রতারক ভাবতে না পেরে আমি জীবনের সবচেয়ে বড়ো ভুলটা করেছি। তার অভিনয়ের পরিপক্বতাটা বুঝতে না পেরে ভীষণ বড়ো ভুল করেছি। তার স্বার্থান্ধ মানসিকতায় অভ্যস্ত হতে না পেরে আমি ভুল করেছি। তার বিশ্বাসঘাতক রূপটাকে কল্পনাতেও আনতে না পেরে অনেক বড়ো ভুল করেছি। তার ঘৃণ্য অপরাধী হবার আশঙ্কাটিকে অসম্ভব ভেবে ভুল করেছি। হ্যাঁ, আমি একজন প্রতারককে ভালোবেসেছি। তাই যাবার বেলায়, সে অনুশোচনায় ডুবে নয়, বরং তার সব হিসেব মিটিয়ে নিয়ে, আমাকেই স্বার্থপর, দোষী আর লোভী দেখিয়ে, আমাকেই অপরাধী প্রমাণ করে সব পরিচয় শেষ করেছে। আমাকে শুধুই একটা বিনিময় বানিয়ে সবটা মিটিয়ে সে আমাকে রিক্ত করে তবেই শান্ত হয়েছে। মুখোশের আড়ালে-থাকা সেই ভয়ংকর রূপটা প্রকাশ পাবার পরেও দেখি, সে আমাকেই ভুল প্রমাণ করে এ জন্মের মতো সব হিসেব মিটিয়ে দিয়েছে। তবুও, আমি তাকে ঘৃণা করি বলে, বিদায় জানাতে না পেরে, আরও এক বার ভুল করেছি! এখনও তাকে ভালোবাসি ভেবে মন থেকে মুছে ফেলতে পারিনি বলে, আমি ভুল করেছি! এখনও তার ভালোটা চেয়ে তাকে সকল প্রার্থনাতে বেঁধে খুব ভুল করেছি। তাকে এখনও প্রতারক বলতে পারিনি বলে, আমি জীবনের সব থেকে বড়ো ভুলটা করেছি। হ্যাঁ, আমি একজন প্রতারককে প্রচণ্ড ভালোবেসেছি।