পরের জন্মে আকাশ হব, নীলের ভাঁজে গল্প হব, ঝিঁঝিঁপোকার ডাক হব, বিরান ধূসর মাঠ হব। পরের জন্মে জোছনা হব, চাঁদের বুড়ির চরকা হব, প্রিয়ার কপোল-তিল হব, নয়তো খোঁপার ফুল হব। পরের জন্মে কুলি হব, মায়ের নিঃস্ব বুকের ধন হব, বৃষ্টি-রোদের ঘুম হব, সেই ঘুম ভাঙানোর মল হব। পরের জন্মে নদী হব, ঢেউয়ের গায়ে খেয়া হব, পদ্মাপারের চর হব, জলের ছন্দভাঙা দাঁড় হব। পরের জন্মে ঝরনা হব, কৃষ্ণকলির বেণি হব, স্বর্ণলতার ঝোঁক হব, আম-কাঁঠালের কুঁড়ি হব। পরের জন্মে মাটি হব, মাটির বুকে গাছ হব, বাবুইপাখির ঘর হব, শ্যামাঙ্গিনীর চুড়ি হব। পরের জন্মে মেঘ হব, গায়ের বধূর কাঁখ হব, সন্ধে নামলে জোনাক হব, সুরকণ্ঠের হার হব। পরের জন্মে রাখাল হব, হ্যামিলনের বাঁশি হব, ইচ্ছে ইচ্ছে খেলা হব, গুরুর পায়ের ধুলো হব। পরের জন্মে সূর্য হব, গোধূলিক্ষণের ঘুড়ি হব, চন্দ্রালোকের ঘর হব, সোনালি ধানের শিষ হব। পরের জন্মে টিপ হব, মায়ের শাড়ির পাড় হব, সিঁদুর আবির-রং হব, মেহেদিরাঙা হাত হব। পরের জন্মে গান হব, জাদুবেহালার তার হব, সদ্যোজাতের হাসি হব, বাউলের খ্যাপাতান হব। এ-জন্মে যা হয়নি পাওয়া, ও-জন্মে তা পেয়ে নেবো, এ-জন্মে যা চাইনি হতেই, ও-জন্মে তা হয়ে দেবো। এ-জন্মে যার পাইনি দেখাই, ও-জন্মে তার চোখ হব, এ-জন্মে যাকে হয়নি পাওয়া, ও-জন্মে তার দেহ হব।