সময় কীভাবে যে কাটে! তুমি পাশে ছিলে, না থেকেও; আমি পাশে ছিলাম, না থেকেও।
দুই অস্থির হৃদয়ে অভিন্ন স্পন্দন। ভেবেছিলাম দু-জনেই, হয়েছে যা, হয়েই গেছে; সেই পথের পরতে পরতে ফাঁদ, চোরাবালি; ফেরার তবু পথ ছিল না।
তুমি পথ হারালে; পথ হারালাম আমিও।
দু-জন দু-দিকে... বেঁচে আছি আজও! আজ আমরা কোথায় যাব? কোথায় গেলে একটু বেঁচে থাকা যায়?
সেদিন পথের যে বাঁকে দু-জনের পথ গেছে বেঁকে, সেই বাঁক যে হারিয়ে গেছে সেই কবে!
আজও আমরা কী যেন খুঁজে চলেছি! দু-জনই আছি, নিরাবেগ অনস্তিত্বে। একসঙ্গে থেকেও...অবিশ্রান্ত খোঁজার দূরত্বে! স্বপ্ন কি সৌধ, দু-জন কেবলই হাতড়ে বেড়াই।
বয়ে-যাওয়া সময় সারায় কি হৃদয়ের ক্ষত? হবে যদি তা-ই, আজও কেন আছ, না থেকেও? আজও কেন আছি, না থেকেও?