টানের প্রবর্তনা

কখনও যদি ছুঁয়ে দিই তোমায় আচমকাতেই,
কখনও যদি তোমায় কাছে পেতে চাই খুব অকারণেই,
কখনও যদি নাম ধরে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলে অধীর করে তুলিই তোমায়,
তবে কি বলবে হঠাৎ, আমার সব কিছুতেই বড্ড বেশিই বাড়াবাড়ি?
না কি বলবে, আরও একটুখানি কাছে আসি এবার তবে?


কখনও যদি ভালোবাসা নেমে আসে একান্ত করে তোমার নামেই,
কখনও যদি ভালোলাগার বারংবারতায় খুঁজে ফিরে পাই তোমাকেই,
কখনও যদি নেশাগ্রস্ত হয়েই পড়ি খুব অচিরে ডুবে তোমাতেই,
তবে কি বলবে সেদিন, আমার সব-সবেতেই এ কেমন লজ্জাহীনতা!
না কি বলবে, আরও কিছুটা হোক না টানের প্রবর্তনা!


কখনও যদি হারিয়ে ফেলে খুঁজে ফিরি একা একাই এই শহরে তোমায়,
কখনও যদি পূজারিণী হয়ে পূজিত দেবতায় পুজো করে যাই একা একাই বসিয়ে তোমায়,
কখনও যদি হারানো সুরে সুর তুলব বলে একা একাই গানের জাদুকথাচ্ছলে আটকাই তোমায়,
তবে কি বলবে তখন, আমার আদ্যোপান্তই অনর্থক শুধু পাগলামি?
না কি বলবে, আরও একটুখানি বেশি ভালোবাসি আমার পাগলিটাকে?
Content Protection by DMCA.com