আমি মৃত্যুর নামে লিখে দিয়ে যাব গোটা একটা জীবন,
তোমায় রাখতে দুহাত বাড়িয়ে হাসিচোখে নেব মরণ।
তোমার জন্য ভেঙে দিতে পারি আসুক যত ব্যারিয়ার,
পাহাড়-সাগর পাড়ি দিয়ে দেবো তুচ্ছ করে ক্যারিয়ার।
পায়ের তলায় পিষে নিতে পারি মুক্তাখচিত তাজ,
তোমায় পেতে বিনা কুণ্ঠায় সাতসুরই ভুলি আজ।
আমি তোমায় ভেবে করতে পারি একশোএকটা খুন,
তাজা স্বর্গ দেখেও মুখ ফিরিয়ে বুকে পুষতে পারি ঘুণ।
তুমি যদি চাও, ঘোষণা করব নতুন আর-এক যুদ্ধ,
ভয় করি নাকো, হতে যদি হয় লাওয়ারিশ প্রাণসুদ্ধ।
বলে দেখো শুধু, আকাশ-পাতাল ভেঙে করবই চূর্ণ,
পাশে থেকে দেখো, আজ দুজন মিলে হবই হব পূর্ণ।
লোকে আমায় মারুক কাটুক, ওতে কিবা আসে যায়?
কে আছে এমন, আমারই মতন এতটা তোমায় চায়?
তোমায় পেলে বাঁচতেও রাজি কয়েকটা হাজার বৎসর,
কত প্রার্থনা, জানো না তুমি, শুধু জানে আমার ঈশ্বর।