একটা তুমিযাপন

 
আমাকে একটা টিয়াপাখি কিনে দাও না!
যখন তোমাকে ইচ্ছে-খুশি বকতে পারি না,
তখন যতটা পারি, সে টিয়াটাকেই...বকে বকে ঝাল মেটাব!
বলে রাখছি, সন্ধে নামলে যেমনি পাখিরা নীড়ে ফিরে যায়,
তোমাকেও, ঠিক তেমনি ফিরতেই হবে আমার ঘরে;
নয়তো আজকে থেকে, আমি ইচ্ছে করেই ভূতের ভয়টা পেতে শিখব!
ভূতের ভয়ে জেগে থাকব সারারাত্রি, আর জ্বালাব তোমাকে!
তখন তুমি ঘরে না এসে আর কোথায় যাবে?


আমার যত নালিশ আছে,...
করব কোথায়?...তোমার কাছে।
আমার যত আহ্লাদ আর অভিযোগ আছে,
করব তা-ও তোমারই কাছে!
যত দিন যাচ্ছে, ততই বুঝি আহ্লাদিটা হচ্ছি ভীষণ, তাই না, বলো?


যখন আমি তোমাকে নিয়ে তোমার কাছেই নালিশ করি,
অভিযোগের পাহাড় বাড়াই,...
তুমি এসে সবটা শুনে বুকে টেনে নাও,
আদর করো, মিষ্টি করে কথা বলো,...
জানো, তখন আমার কী মনে হয়?
নিজেকে তখন রানি মনে হয়, রাজার রানি!
আরও মনে হয়, আরও কিছুটা সময় তোমার বুকে লুকিয়ে থাকি, আদর জমাই!
দেখো, তোমার দেওয়া আদরগুলো জমিয়ে রেখে, একদিন হবোই আমি অনেক ধনী!


এই যে আমার এত আহ্লাদ, তুমিও কেন প্রশ্রয় দাও?
আমার মাথায় চড়ার অভ্যেস বুঝি হয়েই গেল!
এই যে এখন একটোকাতেই রেগেমেগে গালফুলিয়ে বসেই থাকি,
প্রতিমুহূর্তেই, আহ্লাদ করি,...তখন তোমার কী মনে হয়?
মেয়েটা ভীষণ পাগল নাকি? গন্ডগোলটা মাথায় নাকি?
...যা খুশি, ইচ্ছেমতোই মনে আসুক!
আসলে, কী হতে যে কী হয়ে যায়!
দুদিন আগেও, মাথাটা যেখানে ঠিকই ছিল,
কী করতে যে বিগড়ে গেল…বোঝো না কি তা!


আমাকে মারো, কাটো…যা খুশি করো,
শুধু সারাটি জীবন এমনি করেই ভালোবাসার পিপাসা ঢেলো!
যখন আমার তেষ্টা ভীষণ, তখন আদর দিয়ো, বুকে নিয়ো।
আমাকে যখন তখন আগলে রেখো, পাগল কোরো---ভালোবাসায়!
তুমি যে বলো, আসলে ঠিকই বলো---
মেয়েরা যে কখন কী ভূত মাথায় চাপায়, বলা মুশকিল!
তবে আমার মাথায় যখন যে ভূত চাপে চাপুক,
জেনে রেখো, কেবলই তোমার আলতো ছোঁয়ায় ঠিকই আমি সেরে উঠব!


তোমায় খুব কাছে চাই, অপেক্ষার প্রহরগুলি গুনতে থাকি,
আর কতদিন পর দেখব তোমায়,
তোমাকে ছোঁব, তোমার ঘ্রাণটা গায়ে মাখব,
তোমার কাছে আদর চেয়ে ক্লান্ত হবো…এই যে এত কিছু বলি,
তার পরেও, মনে যা আসে, সে অদ্ভুত ভারি…!
ভাবতেই পারো...মনের অবচেতনেই,
যদি কখনও, সুখ দিতে না-ই পারো আর, কিংবা ব্যস্ত দুজন হয়েই পড়ি
কোনও কারণে, তখন ভালোবাসা বুঝি কমেই যাবে?
মনে এসে যাবে, পুরনো যত চাহিদা ছিল…তোমার আমার,
এবার বুঝি ফিকেই হলো?
আর বোধহয় হবো না ব্যাকুল!
তুমিও বুঝি ঘুরবে ধীরে...অন্য দিকে?


জেনে রেখো, সত্যি কখনও হয় না এমন!
ভালোবাসা কেবল শরীরেই নয়, কাঁপে আত্মায়!
দুজন মানুষ পরম আশায় অনেক সাধে জীবন বাঁধে!
আমি সব চাহিদার ঊর্ধ্বে উঠে...তোমার সঙ্গটুকুই চাইছি কেবল!
বাকি সব প্রাপ্তিই, একই সুতোয় আপনিই আসে…।
এই ভয়টা ভুলেছি কবেই, নির্ভরতায় তোমার হাতটা ধরে…।
এক সরল হিসেবে নিয়েছি বেঁধে ওই দুটি হাত নিজের হাতে।


সেই থেকে আমি সাহস কুড়োই!
জানি, আমার ক্লান্তি যত, তোমার কিছু শব্দে ধুয়ে মুছে যাবে,
আমার আহত হৃদয়…তোমার বুকেই আশ্রয় নেবে!
আমার সংশয় যা-কিছু, যা-কিছু আছে ব্যাখ্যার অতীত,
তোমার মায়ার বাঁধনে, সেসব ব্যথা উবেই যাবে!


হে আমার স্বপ্নসারথি! তুমি থেকে যেয়ো এই কোলাহলে আমৃত্যুই!
আমার সিক্ত হৃদয় আমি বেঁধে নেবো ঠিক…
তোমার নিয়মে, তোমার আদরে, তোমার আশ্রয়ে।
Content Protection by DMCA.com