- জেনেছ আমার জন্মতিথি?- কই, জানিনি তো!- তবে শোনো…ভরা পূর্ণিমারাতে।তারাদের মিছিল এক এক করে ভাঙছিল সে রাত!সে রাতে ঘিরেছে আকাশ সমস্তটা, বাদুড়ের মিহি প্রতিধ্বনি!আগুনেপোকার পীড়ন শুরুর একটু আগে,সেই প্রথমপ্রহরে এলাম আমি!তখন থেকেই প্রথমরাতে আমার দৃষ্টি কেবলইস্থির থাকে এই পৃথিবীর দিকে!