উন্মোচন

গোলাপের কুঁড়ি দেখে কে-ইবা অবাক হয়!
যখন একটু একটু করে কুঁড়ি মেলে গোলাপ ফোটে,
টকটকে লাল পাপড়িগুলো আসে চোখের সামনে,
সেই পরিপূর্ণতা দেখে মুগ্ধতা কি আর কাটে সহজে!




ঠিক তেমনি
প্রথম দেখায়
কবিতা দেখতে
বড়ো সাদামাটা লাগে।
মনে হয়, এমন কী-ইবা আছে এখানে!




যখন ধীরে ধীরে
কবিতা তার পাপড়ি খোলে
পাঠকের চোখের সামনে,
ভেতরের রং ঘ্রাণ রস রূপ
একে একে হয় উন্মোচিত,
তখন
কবিতার আত্মা আর পাঠকের আত্মা
কিছু বুঝে ওঠার আগেই
এক হয়ে যায়।
Content Protection by DMCA.com