ইদানীং এই নিয়ম

 
যারা বোঝে না,
ওদের জন্য থেমো না।
যারা বোঝে,
ওদের জন্যও থেমো না।


যারা থামায় না,
ওদের জন্য বোঝো না।
যারা থামায়,
ওদের জন্যও বোঝো না।


ঘুম পেলে, ঘুমিয়ো;
দরোজা বন্ধ রেখে।
ঘুম না পেলে, ঘুমিয়ো না;
দরোজা বন্ধ রেখে।


যে ঘরে ভালো থাকো,
সে ঘরে দরোজা রেখো।
দেয়ালটাও শক্ত কোরো।
ঘরের নির্মাণশ্রমিকের মজুরি
নিজের পকেটে পোরো।


ওরা আসবে। ওদের আসতে হয়।
ওদের আসতে দিয়ো। ওরা এলে,
এককাপ চায়ের সাথে দুটো বিস্কিট।
দরোজার বাইরে একটা টি-টেবিল রেখে দিয়ো,
সাথে দুই-একটা মোড়া।
Content Protection by DMCA.com