আরশের গেরস্থালি

 
আমার খুব প্রিয় কিছু দুঃখ আছে। ওরা ব্যক্তিগত, একই সাথে গরীব।
কোনও এক উচ্ছ্বাসের মুহূর্তে ওদের পাশে তোমায় খুব মায়া করে রেখে দেবো।
যে আবেগ জড়িয়ে আমি ওদের রাখি, ঠিক তেমনি করে তোমাকেও রাখব।


এরপর, উপেক্ষায় কিংবা আক্ষেপে নয়, নয় করুণার সুরে কিংবা বাধ্যতার প্রলেপে,
উপচেপড়া জ্যোৎস্নার কোনও এক রাতে গভীর মমতায়
যদি আমার দুঃখগুলোকে স্পর্শ কর,
সেদিন আমি তোমার জন্য আর একবার জন্ম নেব।


আমি তোমার খর-দাবদাহে সবুজের স্নিগ্ধ ছায়া হব।
অবিরল বৃষ্টিপাতে রঙিন ছাতা হব,
টিনের চালের উপর একফালি অভিমানী চাঁদ হব।


আমি তোমার আরশের গেরস্থালি হব,
বিরহের কাঁচাপাকা ঘরভিটে হব।


আবার কখনও কখনও ব্যথাতুর হৃদয়ে দীর্ঘশ্বাসের গোপনকান্না হব।
তোমার ব্যস্তজীবনে তোমার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে-থাকা তীব্র ভালোবাসা হব।


তুমি কি আমার সাগরবেলার ঝিনুক-কুড়ানো একটুকরো দুঃখ হবে?
Content Protection by DMCA.com