আজ তবে আসি

: হঠাৎ বাজারে! কী করতে?
: বিষ কিনতে, খেয়ে মরতে।




: এখনও এত অভিমান বুকে?
: কই, না তো! বেশ আছি সুখে!




: বিষের কথা বললে যে তবে?
: ঠাট্টা তুমি বুঝলেই-বা কবে?




: সংসারজীবন খুব সুন্দর চলছে নাকি?
: সব ঠিকঠাক, শুধু ভালোবাসাটাই বাকি!




: ভালোবাসা ছাড়া যে জীবন কাটানোই দায়!
: ওমা, ওসবে আজকাল তোমারও এসে যায়?




: আমি তোমার কেউ হই না যেন!?
: তুমি খামোকা কেউ হতে যাবে কেন?!




: তুমি এভাবে কথা বলতে পারবে, সে কথা আমি ভাবিনি কখনও!
: তোমার রাতারাতি বদলে-যাওয়া চেহারাটা আমিও যে ভুলিনি এখনও!




: আজকেও ফিরবে আবার সেই পুরোনো কথায়?
: রণো, আমার বুকটা ভর্তি শুধু চেপে-রাখা ব্যথায়!




: খুব বেশি কষ্ট পেয়েছিলে?
: তুমিই তো নতুন জীবন দিয়েছিলে!




: আমাকে এখন আর দেখতে ইচ্ছে করে না?
: শরীর মরলেও বেহায়া মনটা তো আর মরে না!




: তবে আমায় আর দেখা দাও না কেন?
: চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে যেন?!




: মা তোমার প্রশংসা করে বলে...
: ওসব গল্প আমার না শুনলেও চলে!




: আমার অনুভূতি তবে তোমার কাছে কিছুই নয়?
: শরীরের দাবি মেটাতেই লোকে ভালোবাসার কথা কয়!




: কী করলে বলো তবে ক্ষমা পাবো?
: করলাম ক্ষমা, এবার বাড়ি যাব।




: আমি একটু কাঁদি...তোমায় জড়িয়ে ধরে?
: তোমার সেই বেণু তো সেই কবেই গেছে মরে!




: আমার সামনে দাঁড়ানো যে বেণু, সে তবে কার?
: কেউই না, কারুর‌ই না, কেবলই দর্শক তামাশার!




: তুমি কিন্তু ঠিকমতো নিজের শরীরের যত্ন নিয়ো!
: রাস্তায় হুট করে সামনে পড়ে যাওয়াটা বাদ দিয়ো!




: এখনও তোমায় আগের মতোই ভালোবাসি!
: অনেক সময় নষ্ট হলো গো, আজ তবে আসি!
Content Protection by DMCA.com