স্মৃতির মেয়াদ বাড়ুক



তোমায় যত‌ই জড়িয়ে রাখি বুকে,
এ মন তবু ভরে না যে—
মনের কী আর দোষ, বলো?
প্রাণজুড়ে নিঃশ্বাস নেবার অধিকার তো রয়ে যায় তারও!

প্রায়ই ভাবি, আমার সুখটুকু যেন শুধু তোমারই হয়—
ভাবনার কী আর দোষ, বলো?
সুখের অনুভবটাও যেন তোমার কল্পনাতেই দিন কাটায়!

ইচ্ছে করে, তোমায় ছুঁয়ে আয়ুর মেয়াদ বাড়িয়ে দিই—
ইচ্ছের কী আর দোষ, বলো?
মৃত্যুর সত্যতাও যেন তোমায় হারানোর ভয় পায়!

আমার শান্তি যত প্রকট হয়—
তোমার স্পর্শে সমস্ত ক্ষত ততক্ষণে সরে যায়।

মৌন স্বভাবে আমি ডেকেছি তোমায় কাছে,
আর নিঃশব্দে তুমি গিয়েছ আমায় ভুলে।

অজুহাত রাখিনি তোমায় ঘিরে,
স্পন্দনেও তুমি ছিলে আমারই হয়ে।
Content Protection by DMCA.com