স্বপ্নের আমলে

আমি এ জীবনে গেয়েছি যত গান
রাত্রির কানে, ওরা সব তোমার উদ্দেশে
উড়ে চলে নামহীন দেশে।




সব তারা পাখা মেলে মনের নির্জনে,
সব তারা স্বপ্নিমার ইন্দ্রজাল বোনে
আমার নির্জন দিনে,
আমার নিভৃত মুগ্ধ ক্ষণে।




কোনোদিনই তুমি জানবে না, তা
শাল-তমালের ছায়া—
নীলবনে ঘনায় যে-মায়া, আহা…
সেইসব দীপ্তি নামে
তোমার বিমুগ্ধ চোখে…আমার সমুখে!




ক্লান্তির যে-সকল বিশাল ইশারা,
কোনো ক্ষণে যদি দেখি, ভাষা পায় তারা,
তবে আমি গান গাই
রাত্রির তমসা-তলে, হয়তো
এই জীবন ভরে যাবে
শ্যাম-নীল স্বপ্নের আমলে!
Content Protection by DMCA.com