তারাদের আলো নিভে আসে,
আকাশজুড়ে চন্দ্রভূক মেঘেরা।
এই অন্ধকারকে মনে হয়—
খোলাচুলে তোমার নিঃশ্বাসের ঝড়,
কানের কাছে তোমার চুম্বনের শিহরন,
ওষ্ঠে তোমার ওষ্ঠের স্পর্শ,
আঙুলে তোমার আঙুলের নিবিড় ছোঁয়া,
নিঃশব্দ দেয়াল ভেঙে সঙ্গমের শ্রেষ্ঠতম সুর।
কিছুই পাওয়া হলো না!
বাসনারা তবু জেগে রয়—
তোমার বুকে ছুটে যাবার দুরন্ত ইচ্ছায়।
জলোচ্ছ্বাসের তীব্র ঢেউয়েরা ফিরে ফিরে আসে সমুদ্রের গভীরে,
অথচ চাইলেই ভাসাতে পারি কত কত তীর প্লাবনে!
শুধু তোমায় ভালোবেসে
অনাগত বর্ষার অপেক্ষায় চাতক হৃদয়।
তুমি অপেক্ষা বোঝো না,
তোমাকে ছাড়া আমার রক্তের উষ্ণতা বাড়তে বাড়তে
বাষ্প হয়ে ভেসে বেড়ায়, বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
তোমাকে ছোঁব বলে
ফিরিয়ে নিই হাত,
তোমাকে পাবো বলে ফিরেয়ে দিই
সহস্র প্রেম…
ভালোবাসি, এ-ই যেন আমার সুখ!
কবে তুমি আমায় ছোঁবে?
তারপর, তোমার আর হবে নাকো
আর কাউকে ছোঁয়ার অসুখ।