তুমি যখন কখনো বলো,
আমার কাছে প্রত্যাশা রেখো না আর—
নিরুপায় আমি...
তবুও গল্প লিখে যাই।
তুমি যত বার মুচকি হেসে বলো,
সবসময়ই নিজেকে ভালো রেখো—
নিঃস্ব আমি...
তোমাকেই খুঁজে যাই।
তুমি যখন জড়িয়ে ধরে রাখো...তখন
আমার চুলগুলো আলতো ছুঁয়ে যেয়ো—
আমি আমৃত্যু তোমার স্পর্শ চেয়ে যাই।