টুকিটাকি ভালোলাগায়, মিষ্টি হাসির দুষ্টু চোখে, মনভুলানো টুকরো টুকরো নানান কথায়, এই তো আমার সেই পুরনো তুমি। কাগজের খেয়া ভাসিয়ে দিয়ে, বালিহাঁসটিকে মায়ারথে নিয়ে, টক নোনা ঝাল…মিষ্টি কিছু ভালোবাসা মেখে, মেঘের ভেলায় আকাশপথে, নীলাঞ্জনের বাঁশির সুরে, একটু ভালোয়, একটু মন্দে… এই তো আমার সেই পুরনো তুমি। চিলেকোঠায় লুকিয়ে থেকে, কিছু যুদ্ধ যুদ্ধ খেলার পরে, একটু আধটু চঞ্চলতায়, আমাকে কখনও ফাঁকিতে রেখে... নিজেও থেকে, তবু ভালোবাসাকেই জিতিয়ে দিয়ে, চোখের কোণে হাসিতে বেঁচে, মনের মধ্যে সরল বোধে, এই তো আমার সেই পুরনো তুমি। কিছুটা পথ চলেই গিয়ে খানিক বাদে ফিরে তাকানোয়, মায়ার গহন জালটা পেতে, ভালো মন্দ সবটা মিলেই গ্রহণ করার, ভালোবাসাকে এগিয়ে নেওয়ার, খিদেটুকু জিইয়ে রেখে, বাসনা আর তেষ্টা চেখে, সেই তো তুমি, আমার মধ্যে লেপটে-থাকা পুরনো তুমি।