সুখের দুখ

দুখ তোর কতটুক রে?
শুধিয়েছিলাম পদ্মঝিলের মতো টলমল চোখে
চোখ রেখে বৃষ্টিস্নাত চাতকের মতো চঞ্চল
এক কিশোরীকে।




দুখ! না তো, দুখ তো নেই আমার কোনো!
কিশোরী বলেছিল টলমল চোখ তুলে।
আমি দারুণ সুখী—
এটুক বোঝে না যে কেউই,
দুখ আমার কেবল এতটুকুনই!




মনে মনে বললাম, কিশোরী,
চঞ্চল তোর কিশোরীবেলাকে ধরে রাখ,
যৌবন আনিস না রে ও-দেহে!
নষ্ট হয়ে যাবি…
আমার মতো নষ্ট হয়ে যাবি…
তোর দুখ তখন বাড়বে কেবলই!
Content Protection by DMCA.com