সামীপ্যস্পৃহা, প্রতিবন্ধে

 
পৃথিবীর সমস্ত নিষিদ্ধপ্রেমের আমন্ত্রণ নিয়ে
তোমাতে বিলীন হওয়ার ইচ্ছে,
আমার সব সাধনায় নিত্য তুমিই!


প্রতীক্ষায় কেটে যাচ্ছে সময় অব্যক্ত বাসনাবুকে।
নিস্তব্ধ শহরে ফুটপাত ব্যস্ত হয়ে উঠলে
এক বসন্তের শেষবিকেলে তুমি এসো।


বুক ভরে তোমার বুকের ঘ্রাণ নেবো,
স্বপ্নগুলো বাঁচবে সেদিন সহজশর্তে।


যদি স্পর্শের অধিকার ফিরে পায় পৃথিবী,
তবে আমার কামনার ইচ্ছেরা খুঁজে নেবে তোমার শরীর।


তুমি কি শুনছ? আমি রোজ তোমাকে ডাকছি।
তুমি আমার গড়িয়ে-পড়া অশ্রুর দীর্ঘ মোনাজাত।


যতদূর চোখ যায় আমি শুধু তোমাকেই দেখি।
তোমার সাথে দেখা হবে, তাই বছরের পর বছর
এই পৃথিবীর আফিমখানায় প্রতীক্ষায় থেকেছি।


তুমি যখন এলে, তখন পরস্পরের হাসির ঝড়
কিংবা কিছু পিছুটান, ভেতরে ও বাইরে বাজিয়ে
চলেছে ম্রিয়মাণ ধ্রুব-বাজনা...তা উপেক্ষা করেই
তোমার কাছে থেকে যাচ্ছি, প্রিয়তমা...ওরা যে
এখনও বাজে…হায়, আজও!
Content Protection by DMCA.com