এক। ছেলেদের মনের কথাই যদি মুখের কথা হতো, আর মেয়েদের মুখের কথাই যদি মনের কথা হতো, তাহলে এই দুনিয়ার হিসেবটা হয়তো অন্যরকম হতো। দুই। আপনি যেই মানুষটির উপর সবচেয়ে বেশি রাগ ঝাড়েন---কারণে কিংবা অকারণে, আপনি সেই মানুষটিকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। বলে নেওয়া ভালো, এক্ষেত্রে স্বামী-স্ত্রীর উদাহরণ প্রযোজ্য নয়। ওদের ক্ষেত্রে যা হয়, তা হলো, রাগটা ঝাড়তে হয় বলেই ওরা ঝাড়ে, একে অন্যের উপর। ওখানে ভালোবাসা ব্যাপারটা সবসময় না-ও থাকতে পারে। তিন। বোকা আর বলদ যেমনি এক জিনিস না, আক্ষরিক অর্থে, স্মার্ট আর চালাকও তেমনি এক জিনিস না কিন্তু! চার। যে মানুষ নিজের টাকা হিসেব করে খরচ করে, তাকে হিসেবি বলে না। বরং, যে অন্যের টাকা খরচ করার বেলায় বেহিসেবি নয়, হিসেবি বলে তাকেই। পাঁচ। আপনার যে প্রাক্তন কিংবা ভালোবাসার মানুষের কষ্ট দেখে আপনি এখন সুখ পাচ্ছেন, শতভাগ নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনি তাকে কখনওই ভালোবাসেননি। ছয়। কিছু কিছু মানুষ ফেইসবুকে পোস্ট অথবা আপনার ছবিতে কমেন্ট করে শুধুই আপনার রিপ্লাই পেতে কিংবা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। এটা ভাবলেও কেমন জানি ঘেন্নায় গা গুলিয়ে ওঠে। ছিঃ...! সাত। কিছু মানুষ দুনিয়াতে এসেইছেন গোঁড়ামির চর্চা করতে, আর সেটা অন্যকে জোর করে হলেও শিখিয়ে দিতে। নিজে নতুন কিছু না-শেখা আর অন্যকেও তা শিখতে না-দেওয়াই হচ্ছে ওঁদের জীবনের একমাত্র লক্ষ্য!