মৃত্যু! সে তো অন্তহীন পথযাত্রার
প্রকাশ্য ঘোষণা মাত্র।
শুরুর বিবৃতিতে—
হাজারো মেকি কান্নার ভিড়,
নিষ্প্রয়োজন!
আহ্! নিস্তব্ধ হোক পরিসর।
তার ঝলসে-ওঠা চোখ,
বিরহে স্বীয় স্বরূপ!
এ দৃশ্য বিশ্লেষণে,
আরও কিছু সময়ের কালক্ষেপণ হোক।
নিভৃত রজনীর পক্ষপাতে—
অন্তিম নীরবতা।
তিন শব্দের অনুরণনে,
যে-বুকে ধরেছিল কাঁপন,
সে প্রণয়ে নেমে এল আঁধার।
আজ—
সব কিছুর অবসান।