আর আসে না তো কারও ডাক, হৃদয়শূন্যতার সমতলে পাতা হু হু সমাধিফলক; আমার গচ্ছিত ভালোবাসা যত, প্রতি রাতে এসে খেয়ে খেয়ে যায় ছাড়পোকা কীসব! বলি, ওঠো, ভালোবাসা! কতকাল আর ঘুমোবে এমন? ভাঙবে কবে এই অমোঘ নিয়তি? যারা এই হৃদয়ের জ্যোতি নিয়ে গেল, করাতের ধারে কাটল হৃদয় খুব ধীরে ধীরে, ঘিনঘিনে দুর্গন্ধ এসে ফেলেছে ছেয়ে চারি চারিদিক, যেন বাঁধা পড়েছে আজ শূন্য হৃদয়, কী দিয়ে বলো তুমি ধরবে তারে? ওগো লহরি, তবে জাগো এবার, বেলা বয়ে গেল, শুধু জানলে না তুমি। সকলে গুটিয়ে নিল জমির ফসল, ঘরে তুলে নিল কত কত প্রাণ, ওরা বুঝল কেবলই চতুর জীবন, শুধু তোমাকে বোঝানো আর গেল না! এই যে উঠোন, এ কার তবে? মাদুর পেতে আছ যেখানে জড়িয়ে কিছু ঝিরিঝিরি হাওয়া, আছ সেখানে কার সে ঠাঁইয়ে? জেনেছ কখনও? বেলা বয়ে যায়, চলতি পথের বাঁকে কোথায় পড়েছে যে হৃদয়, অথচ বাকি পথটুকু চোখের ক্লান্তিতে হলো নিমিষেই শেষ, এসে দাঁড়ালে ভিড় ঠেলে ঠেলে, আরে... এ যে সেই শূন্য ঝুলিই---যারে আমি হৃদয় বলি!