বিবিধ প্রসঙ্গ আজ থাক। চৌত্রিশ বছর বয়সি আকাশে শুধুই কি স্বপ্নেই দীর্ঘ হয়েছি? আর স্বপ্নের বাগানে হাওয়ায় সবুজ প্রাণের গর্বে গর্বে কোমল পা ফেলে ঘাসে ঘাসে শুধুই কি শিশির ঝরিয়েছি? শিশিরে শরীরে মিশে কোনও কান্না কাঁদেনি কি বুক চিরে ভরা ঢেউ, ভরাবেগ ত্রিংশতি জলধিতীরে? আকিঞ্চন ক্রন্দনে নীল সূর্য ডুবে গেলে পরে বিরহিনী ক্রন্দসী বলে, ঘোমটা খুলে ফেলে হাজার বছরের অভ্যস্ততায় আমি আসি। তুমিও কি এলে তবে?