শান্তির তৃষ্ণা

আমি চাই
একটুকরো শান্তি, যে-শান্তি
নিবিড় ভালোবাসার জন্ম দিতে পারে।




আমি চাই,
অসমতল ভূমির উপর
প্রচণ্ড বিস্ফোরণে চৌচির হয়ে
পরাজিত হবে, লুকিয়ে যাবে
বিষাক্ত মৃত্যুর হাতছানি।




নিঝুম রাত্তিরে
উর্বশীর ক্রন্দনের চেয়ে
আমার ভালো লাগে
ষোড়শীদের সম্মিলিত
উচ্ছল হাসির মেলা।




নেশা-জড়ানো মিউজিকের চেয়ে
আমি ভালোবাসি শুধু
পিয়ানোর একটানা সুর, যা
কেবল হৃদয়ের কোণ থেকেই
পরিচালিত হবে।




পরিশেষে, লোকালয় ছেড়ে
আমি হেঁটে হেঁটে চলে যেতে চাই
আর্ত এ পৃথিবীরই কোনো
গভীর অরণ্যে অথবা
পিঙ্গল পাহাড়ের চূড়ায়, যেখানে
আমার আহত হৃদয় খুঁজে পাবে
প্রচুর বিশুদ্ধ শান্তির প্রলেপ।
Content Protection by DMCA.com