তৃষ্ণায় চাতক চোখ, কল্পনায় স্বপ্নিল;
দেখেছিলে বুঝি—এই আকাশের নীল,
সাঁঝের সিঁদুর মেঘে বলাকা বিলীন,
আর, পয়োধি দিগন্ত...একক।
অথবা, শর্বরীর মাল্য ছায়াপথে
যাত্রা শুরু করেছিলে কল্পনার রথে।
হিরের শিশিরঝরা
ঈপ্সিত প্রভাতের খোঁজে।
অথবা, হৃদয়ের নিভৃত কোণে
গড়েছিলে প্রতিমা এক অতি সঙ্গোপনে;
মিশায়ে সকল রূপ, সকল বাসনা।
যদি কভু ধরা দেয়—এই সুখ আশে!
সব যদি মিছে হয়—সব হলো বৃথা;
যত ছন্দ, যত গান, হৃদয়ের কথা।
কল্পনায় যতি টেনে ফিরে এসো হেথা—
আলোহীন পৃথিবীর ধূলিম্লান পথে।