মুঠোয় বন্দি কফির কাপে



কান্না নেই, মেঘ নেই—যে-জানালায়…
হালকা-আঁচে-শরীর-পোড়ানো রোদের স্বভাব নেই,
তা আগলে রেখে হয় কী রোজ?

মনখারাপ কেবলই মুঠোয় বন্দি কফির এককাপে চুমুকের মতন।

প্রিয় স্মৃতির নিভৃত আলাপ কিংবা দূরত্বে তোমার হাসির পরিধি যতটা গভীর ছিল—
আমার ভালোবাসা তোমার জন্য ততক্ষণে জেঁকে বসল।

আমার স্পর্শ নয় যে তোমার কাছে স্পষ্ট, তোমার হৃদয় সম্মতি হারাল—
এ প্রত্যাখ্যান আমি মেনে নিতে পারব তো?