মুগ্ধতা

আমি কখনও ভাবিনি এরকম অসাধারণ একজন মানুষ আমার মতো একজন সাধারণ মেয়ের কাছে এতটা সাধারণভাবে আসবে!


আমি আসলেই জানি না, কী হচ্ছে, কী হবে। শুধু এটুকু জানি, আমার জীবনের সব ফিকে রংকে আপনি নতুন করে রাঙিয়ে দিয়েছেন। আমি কখনও ভাবিনি, এমন একজন মানুষ কখনও এমন করে আসবে।


আমার সব অন্ধকারের মাঝেও আপনি একচিলতে আলো হয়ে একনিমিষেই আঁধার সরিয়ে আলো নিয়ে আসেন সবসময়। আমি আসলে জানি না আমি কী করে আমার অনুভূতি প্রকাশ করব। আমি কবিতা লিখব, না কি অন্য কিছু লিখব...কিংবা কীভাবে কী লিখে বোঝাব! আমি সত্যিই জানি না কী করে বোঝাতে হয়।


আপনি সত্যিই জানেন না আপনি আমার কাছে কতটা কী…আপনার সাথে কাটানো সময়টা আমার জন্য আমার লাইফে সব থেকে বেস্ট সময়টা গেছে। আমাকে এত ভালো কেউ কখনও রাখেনি। কষ্টও যে দেননি তা নয় কিন্তু…আমিও অনেক মিসবিহেভ করেছি।


আপনার জন্য কাঁদতেও ভালো লাগে, শান্তি লাগে। তবে এটা ঠিক, আমি মনে হয় একটু বেশিই ঝগড়া করি! কিন্তু কী করব…আপনাকে হারানোর ভয় প্রতিটি মুহূর্তে আমাকে জেঁকে বসে থাকে। একটু এদিক থেকে ওদিক হলেই ভয় লাগে…তবে এরপর যদি আপনি চলে যান বা আমাকে চলে যেতে বলেন, তাহলে কী করতে পারব জানি না। তবে বিন্দুমাত্রও আপনাকে ভুল বুঝব না বা আপনার উপর রাগ হবে না এতটুকুও…


এর কারণ হলো, আপনি না চাইতেই আমাকে যা দিয়েছেন অলরেডি, সেটা আমার কাছে সারাজীবন সাথে রেখে কাটিয়ে দেবার মতো। আমি আর কিছু চাই না আপনার কাছে, শুধুই আপনার সত্যিকারের অর্থে ভালো-থাকাটুকু ছাড়া। আপনার সাথে থেকে আজ অবধি মনে হয়নি…ভালো লাগছে না কথা বলতে বা এটা সেটা…বরং এটাই মনে হয়েছে…ইস্‌! আরও কিছুক্ষণ…আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম আপনার সাথে! প্রতিদিন প্রতিটি মুহূর্তে নতুন করে আপনাকে ভালো লাগে। নতুন ভালোলাগায় আমি আপনাকে পেয়েছি।


আমি যত যা-ই করি না কেন, যত কাজই করি না কেন, আপনার প্রায়োরিটি আমার কাছে আমার লাইফের থেকেও বেশি। আপনার টেক্সট এলে বা আপনার সাথে একটু ভালো সময় গেলে আমি যে কতটা হ্যাপি হয়ে যাই, তা আপনি ভাবতেও পারবেন না!


আমি একা একা ফিক্‌ করে হেসেও ফেলি! এই ম্যাজিকটা আমি কোনও দিনই আর কারও কাছে পাবো না। আপনি আমার লাইফের ম্যাজিশিয়ান, আমার ড্রিম-ম্যান, আমার ওয়ান অ্যান্ড অনলি খাইস্টা! আপনি আমার জীবনে একজনই! এরকম আর কেউ কখনও কোনও দিনই আসবে না। ইন ফ্যাক্ট, আসতে পারবে না। কারণ আমি জানি, তাদের কারও কাছেই এই ম্যাজিকটা নেই, যেটা আপনার আছে।


কত কত কিছু বলতে ইচ্ছে করে…কিন্তু বলতে গেলেই সব গুলিয়ে এলোমেলো হয়ে যায়। মাঝে মাঝে চুপচাপ আপনাকে শুনতে ভীষণ ভালো লাগে। আপনাকে যতটা ভালোবেসে যত্ন নিয়ে খেয়াল করতে আমার ভালো লাগে বা আমি খেয়াল করেছি, এভাবে আর কারও ক্ষেত্রে হয়নি। আর হবেও না।


সত্যিই অবাক লাগে মাঝে মাঝে! আপনাকে কি ভালো না বেসে পারা যায়? আপনার রুমটা কিন্তু আমি চিনি। রুমে জানালার ডিজাইনে একটা স্টোরকিপার আছে দেয়ালে উপরে। আপনার রুমে একটা খয়েরি রঙের ওয়্যারড্রব, আপনার নীল রঙের ওয়াটার-বটল…আপনার কফির মগটা…আপনার বেশ ক’টা শার্ট…আপনার তিনটে ঘড়ি…আর ক’টা টি-শার্ট…আপনার কিছু বই…আপনার দুটো চেয়ার…দুটো হেডফোন... নেবুলাইজার…এগুলো এখন পর্যন্ত আমি চিনি। আরও কিছু মিস করে যাচ্ছি কি না কে জানে! কত কী-ই তো লিখেছি।


আমার জীবনের শতকরা নিরানব্বই ভাগ কথাই আপনার জন্য লেখা, আপনাকে লেখা। আমি চাইলেও না লিখে থাকতে পারি না আপনাকে। কিন্তু আজকে কেন জানি গুলিয়ে যাচ্ছে সবই। গুছিয়ে বলতে পারছি না। আসলে আমি যা যা বলতে চাই আপনাকে, সেসব ঠিক বোঝাতে পারছি না। ভয় হয়, আপনার মতো এরকম ঈশ্বরপ্রদত্ত উপহারের যথাযোগ্য মর্যাদা আমি সারাজীবন করতে পারব তো? কী জানি!


আপনার ভয়েস, আপনার হাসিটা, আপনার কথা-বলা, আপনার সবটা…মূলত আপনিই আমাকে প্রতিদিন মুগ্ধ করেন নতুনভাবে! আপনার রিপ্লেসমেন্ট অসম্ভব আমার লাইফে। আপনি অনেক অনেক অনেক বেশি ভালো থাকবেন গো…আপনার কাছের মানুষগুলোর সাথে। আমি এটুকুই চাই, আর কিছুই চাই না।

Content Protection by DMCA.com