এমনিভাবে নিজেকে আমি চারপাশটায় ছিটিয়ে ছিলাম, ঠিক যেমনি করে ভোরের সূর্য চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক যেভাবে মগ্ন কৃষক বীজ ছড়ায় খেতে।
নিজেকে তেমনি করেই ধরেছিলাম মেলে এই অসীমের স্পন্দনে, ঠিক যেভাবে ফুলের রাজ্য সুবাস ছড়ায়, ঠিক যেভাবে রাতের তারা লেপটে থাকে সারাটা আকাশজুড়ে, যেন যদি কখনও আমার চলার পথ বদলায় দিক, যদি কখনও আমার পথ ধরে অন্য পথও, কিংবা কখনও যদি চলতে চলতে পথের রথটা থমকেই যায়, যদি কখনও হঠাৎ কোনও তীব্র ঝড়ে মধ্যপথে ধরতেও হয় আরেকটি পথ, তবুও যেন নিজেকে আমি অন্য কোথাও ঠিকই খুঁজে পাই,--- হয়তো অন্য কোনও নামে, কিংবা অন্য কোনও আলোয়।
মুসাফির ঠিক যেভাবে পথের ঘরে বসত গড়ে ঠিক তেমনি ব্যক্তিগত একটি আকাশ গড়ে ছিলাম, একলা নিজের এই চরাচরে, যেন যদি কখনও কালো মিশমিশে আঁধার আসে নেমে চোখের উপর, যদি কখনও নিজের পদচিহ্নটুকুও হয় অচেনা, যদি কখনও হারিয়েই ফেলি সীমানা আমার, তখনও যেন নিজেকে আমি ঠিক খুঁজে পাই তোমার কিংবা তোমাদের মাঝে।