প্রথম যেদিন তোমার দিকে তাকিয়ে হেসেছিলাম, সেদিন তোমাকে ভেবেছিলাম অন্য কেউ। সেই হাসির উত্তরে হেসেছিলে তুমিও। এবং, সেদিনই, দু-জন অপরিচিত মানুষের মধ্যে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল, তার নাম ভালোবাসা।
তুমি আমার প্রেমে পড়েছিলে আমাকে অন্য কেউ ভেবে। প্রথম দেখায় আমি তোমাকে যা ধরে নিয়েছিলাম, তুমি আদৌ তা নও।
আমাদের ভুল দুইটি: প্রথম দেখায় ভুল দেখে হাসি। প্রথম হাসিতে ভুল উত্তর দিই।