ভীষণ সত্যি



আমার মনের ভেতরকার যে-কেমিস্ট্রি…
নতুন ছেলেটা তার কিছুই জানে না।

আমার চোখের দৃষ্টিতে যে-রহস্য…
তার অনুমান তুমি ছাড়া আর কেউই করতে পারে না।

এসব জানতে কেবল তুমিই,
আর কেউ নয়।

তোমার পাশে আমি বড়ো বেমানান…
তা সত্ত্বেও,
তোমার বন্ধ চোখে যখন ছুঁয়ে দিই—
আমার এলোমেলো চুলের উদাসীনতা…
কেন জানি না, তুমি বিকল্প পথ খোঁজো না।

আমার বুকের একপাশে রাখি
তোমার আদুরে আলাপন—
জোরালো শ্বাস ফুরোনোর ঠিক আগমুহূর্তে…
তোমায় বলেছিলাম, 'ভালোবাসি'!
যে-স্পর্শের পুরোটা জুড়েই ছিলে তুমি।

এ সব কিছুই যদি হয় ভীষণ সত্যি…
তবে অন্য কারও কী করে হও তুমি?