ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৪৭



ভাবনা: এক হাজার তেইশ
………………………………………………………………


এক। জীবনে কখনও এই দুঃখ রাখবা না যে, কেউ তোমারে সুন্দর করে ছবি তুলে দেয় না। এমন‌ও তো হ‌ইতে পারে, তুমি আসলেই দেখতে খারাপ।

মনকে শক্ত করো। বিশ্বাস করো, আয়নার কোনো দোষ নাই।

দুই। সিংহ প্রতি চার বারের চেষ্টায় মাত্র এক বার শিকার ধরতে সফল হয়। অর্থাৎ, তার ব্যর্থতার হার শতকরা ৭৫ ভাগ।

অন্যদিকে, ছাগল এক বার চেষ্টা করেই ঘাস-লতাপাতা খেতে সফল হয়ে যায়। অর্থাৎ, তার ব্যর্থতার হার শতকরা শূন্য ভাগ।

আমি এক বার চেষ্টা করেই চাকরিটা পেতে সফল হয়েছি। অর্থাৎ, আপনারা একটা ছাগলকে ফলো করেন।

তিন। বেআক্কেলের ভালো চাওয়াও বেআক্কেলের কাজ।

চার। তোমার কাছ থেকে কয়েক আলোকবর্ষ দূরে সরে যাচ্ছি। নাই-বা করলাম তোমাতে যাপন, এ ভাবনা থেকে যেই-না ফিরে তাকালাম, কী আশ্চর্য, দেখি, তোমাকে ঘিরে আজও তৈলস্ফটিকের গায়ে মাছির ফসিলের মতো আটকে আছে আমার গোটা জীবন!

পাঁচ। একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। আপনার সন্তানকে ব‌ইয়ের সামনে বসে থাকতে শেখান। কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু টেবিলে বসে থাকুক সামনে ব‌ই-খাতা নিয়ে। যা মন চায় পড়ুক, লিখুক, আঁকুক বা কিছুই না পড়েও অন্তত ব‌ই ওলটাক, ব‌ইয়ের দিকে তাকিয়ে থাকুক; তবে বাথরুমে যাওয়া বাদে বাকি সময়টাতে টেবিলে বসে থাকতে হবে। টেবিলে বসতে শিখুক, ব‌ইয়ের সাথে থাকতে শিখুক। স্রেফ এই অভ্যেসটুকু করান। সময় লাগলে লাগুক, তবু কষ্ট করে এই কাজটি করুন। নিজেকে টেবিলে আটকে রাখার অভ্যেস একবার হয়ে গেলে আর চিন্তা নেই, বাকিটা আপনাআপনিই হয়ে যাবে। আপনি কেবল এটুকু নিশ্চিত করুন যে, আপনার সন্তান দিনের নির্দিষ্ট একটা দীর্ঘ সময় ধরে ব‌ই নিয়ে টেবিলে বসে আছে (এবং হাতের কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই)। পড়াশোনার ব্যাপারটা পরে দেখা যাবে, আগে টেবিলে বসতে শেখান।

এই অকৃতী অধমের একটি লেখা আছে: মন বসে না পড়ার টেবিলে। লেখাটি কমেন্টে শেয়ার করলাম। পড়ুন, নিজের ও প্রিয় মানুষের বেলায় কাজে লাগান। (লেখাটির নির্দেশনা মেনে চললে কাজ হবেই হবে, একদম শতভাগ নিশ্চিত।)

ছয়। আপনি কার জন্য কী করেছেন এবং তার বিনিময়ে আপনি তেমন কীই-বা পেলেন—এসব নিয়ে যত ভাববেন, ততোধিক ডুববেন। আনন্দ পেয়েছিলেন বলেই তো করেছিলেন, না পেলে তো করতেন না, তাই না? বলতে পারেন, আপনার দয়ার শরীর। তো একই শরীর এখন আবার হিসেবের হয়ে গেল যে? যা পাবার, তা তো পেয়েই গেছেন। এখন আবার কীসের কী! প্রত্যাশা রাখলেই মরবেন! করবেন, বেমালুম ভুলে যাবেন। দেখবেন, জীবন অতটা খারাপ কাটছে না।

সাত। Do everything that makes you outwardly unattractive to have everything that makes you outwardly and inwardly attractive.

আট। লোকে আপনার জন্য দোয়া করে তাদের নিয়ত অনুযায়ী, আর সেই দোয়া আপনার জীবনে কাজে লাগে আপনার নিজের নিয়ত অনুযায়ী।

নিয়ত ঠিক তো সব ঠিক।
নিয়তের জোরে নিয়তি ঘোরে।

নয়। প্রিয়র কাছে গেলে প্রিয়তরকে পড়ে মনে।
প্রিয়তরর কাছে গেলে প্রিয়তমকে পড়ে মনে।
প্রিয়তমর কাছে গেলে নিজেকেই পড়ে মনে।

দশ। ভাতের সাথে যার ডাল জোটাতেই কষ্ট হয়ে যায়, তার হাতে কিছু টাকা এলে তা যদি সে কাচ্চি বিরিয়ানি কিনেই খেয়ে ফেলে, তবে সেই দিনটা দূরে নয়, যে-দিন তার চাল জোটাতেও কষ্ট হয়ে যাবে। And, he deserves it!

বিশ প্লেট কাচ্চির পয়সা পকেটে রেখেও আলুর ঝোল খাওয়ার নাম কার্পণ্য।
সাত প্লেট কাচ্চির পয়সা পকেটে রেখে আলুর ঝোল খাওয়ার নাম হিসেব।
দুই প্লেট কাচ্চির পয়সা পকেটে রেখেই আলুর ঝোল না খাওয়ার নাম মূর্খতা।
. . . আর, দু-শো প্লেট কাচ্চির পয়সা পকেটে রেখেও আলুর ঝোল খাওয়ার নাম ছোটোলোকি।

কাচ্চির আলু আর ঝোলের আলুর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। বুঝতে না পারলে ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই।

এগারো। শখের মানুষটা হঠাৎ করেই যত্ন নেওয়া বন্ধ করে দিলে বা কমিয়ে দিলে না যায় ধৈর্য ধরা, না যায় সহ্য করা। এ কারণেই মানুষকে কখনও শখের বানাতে নেই; শখের প্রাণী থাকুক, শখের জিনিস থাকুক, তবু শখের মানুষ না থাকুক।

বারো। "স্যার, আপনার একটা কথা আমার জীবনে খুব কাজে লেগেছে। ওই কথাটা একটা কাগজে লিখে পড়ার টেবিলের সামনের দেয়ালে লাগিয়ে রেখেছিলাম। আপনি বলেছিলেন, "ভালো লাগুক না লাগুক, যে-কাজটা করা দরকার, সেই কাজে মনের বিরুদ্ধে গিয়ে হলেও লেগে থাকতে হবে।" আমি শুধু ওটাই করেছি, আর কিচ্ছু না। আর ওটা করেই এই ছোটোখাটো চাকরিটা পেয়েছি। স্যার, চায়ের বিলটা প্লিজ আমাকে দিতে দেন।"

শুনে মনটা সত্যিই ভালো হয়ে গেল। (উল্লেখ্য, মন ভালো হয়ে যাবার কারণ 'অর্থের সাশ্রয়' নয়।)

তেরো। অন্যের বুদ্ধিতে অনুশোচনা করার চাইতে নিজের বুদ্ধিতে দুঃখে পড়াও ভালো।

চৌদ্দ। "কেমন আছি আমি"...এটা তো আমার কাছেও আমার প্রশ্ন।

কী উত্তর দেবো!

পনেরো। "প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। দয়া করে আমাকে খেতে বলো। এই মুহূর্তে কিছু না খেলে আমি মরেই যাব। তুমি খেতে না বললে কিন্তু আমি সত্যি সত্যি খাব না!"

(এমন প্রেম দেখেছেন কখনো নিজের চোখে?)

ষোলো। এতদিন এটা ভেবে ভালো লাগত যে, আমার বাবা একজন আইনজীবী, আমার প্রিয় মানুষ স্বামী বিবেকানন্দের বাবাও একজন আইনজীবী। একটু আগে দেখলাম, আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির বাবাও ছিলেন একজন আইনজীবী।

অনুগ্রহ করে আমার কথায় অপরাধ নেবেন না; এসবে কিচ্ছু এসে যায় না, আমি জানি। তবু কেন জানি না, কোহলির ইন্টারভিউটা শুনে খুব ভালো লাগল। আমার ক্রাশ আনুশকা শর্মাকে বিয়ে করা সত্ত্বেও মানুষটাকে আমার দারুণ লাগে; তাঁর স্টাইল, অ্যাটিটিউড, পরিশ্রম, ডেডিকেশন, পারফরম্যান্স...সব ভালো লাগে। ভালোলাগাটা আজ আরও বেড়ে গেল।

আমরা মানুষ তো, তাই পছন্দের মানুষের সাথে নিজের কিছু-একটা মিলে গেলে ভীষণ ভালো লাগে। এই যেমন, যখন জানলাম, উত্তমকুমারের উচ্চতা ছিল ৫-১১, ভালো লেগেছিল। আরও পরে জেনেছি, বঙ্গবন্ধুর উচ্চতাও ছিল তা-ই! কী যে খুশি হয়েছিলাম!

এরকম মিলে গেলে ভালো লাগে। মিলে গেলে বিশাল কিছু হয়ে যায়, তা নয়। আমি তো আর ওঁদের উচ্চতায় যেতে পারব না কখনও, তবু ভাবতে আনন্দ হয় যে, আমার কিছু-একটা তো ওঁদের মতন, আহা!


ভাবনা: এক হাজার চব্বিশ
………………………………………………………………


এক। রাগ করে থাকলে কাউকে কাউকে অনেক দামি দামি লাগে, আবার কাউকে কাউকে পুরাই ছাগল ছাগল লাগে।

দুই। আমার ভগ্ন হৃদয়, রোগা তনু, অকিঞ্চিৎকর জানাশোনা আর আমার আমি নিয়েই
প্রতিবার তোমার কাছে সমর্পিত হই।

আমার নিজের বলতে যা-কিছু অপরিপক্বতা রয়েছে, তা-ই তোমার নামে অঞ্জলি দিই।

তুমি কি গ্রহণ করো, অজিশ? টের পাও?

নাই-বা পেলে। সূর্যকে ভালোবেসে যে-অঙ্কুর মাটি ফুঁড়ে বেড়ে ওঠে এবং
একটা সময় পর আবার মাটিতেই মিলিয়ে যায়,
তার কতটুকুই-বা খোঁজ সূর্য রাখে, বলো?

বিশাল সমুদ্রও তো বুক পেতে থাকে আকাশকে ভালোবেসে, আকাশ আর মিলে কোথায়! তবুও সমুদ্র কি যায় শুকিয়ে অভিমানে?

তিন। তোমার অসুস্থতা আমায় মায়ের মতো ভোগায় . . .

চার। আমার সম্পর্কে আপনার অন্য কোনো সিদ্ধান্ত থাকতেই পারে; আপনার মতামতকে আমি সম্মান করি, কিন্তু আমি সেটা মেনে চলব না।
আপনার সম্পর্কে আমার সিদ্ধান্ত আপনি চাইতেই পারেন; আপনার চাওয়াটাকে আমি সম্মান করি, কিন্তু আমার হাতে অত সময় নেই।

পাঁচ। আমাদের আয়ু তো সময় দিয়ে তৈরি, শরীর যেমনি তৈরি মাংস দিয়ে। যখন আমরা কাউকে সময় দিই, তখন আমরা মূলত নিজের শরীর থেকে তাকে মাংস কেটে দিই। সেই মানুষটা যখন পরবর্তীতে আমাদের ক্ষতি করে কিংবা আমাদের সম্পর্কে বাজে কথা বলে, তখন স্বাভাবিকভাবেই খুব কষ্ট লাগে। তাই মানুষকে সময় দেবার ব্যাপারে খুব সাবধান। বেশিরভাগ মানুষই নিজের এবং অন্যের সময়ের দামটা বুঝতেই পারে না। এ কারণেই সবচাইতে ভালো হচ্ছে, নিজেকে উন্নত করার পেছনে সময় খরচ করা। নিতান্তই দিতে হলে এমন কাউকেই সময় দিন, যাকে আপনি পছন্দ করেন, যাকে সময় দিতে আপনার ভালো লাগে। মানুষ তার পছন্দের মানুষকে সময় দিয়ে আসলে নিজেকেই সময় দেয়। শারীরিক ও মানসিক ক্লান্তি, দুটোই খুব মূল্যবান জিনিস; তাই উটকো লোকের জন্য ক্লান্ত না হওয়াই ভালো।

অকর্মণ্য মানুষ‌ই পৃথিবীর সবচাইতে কুৎসিত মানুষ।

ছয়। আমরা কেমন জানি অদ্ভুত। আমরা চাই, মানুষ আমাদের মনমতো চলুক। অথচ এমন নয় যে, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক কিংবা প্রগাঢ় বন্ধুত্ব। কিছুই নেই এখানে। যাকে আমি চাইছি যে, সে আমার মনের মতো চলুক, আমি নিজেও কি চলি তার মনের মতো? এটা তো হয় না। অন্যকে নিজের মনের মতো করে চাওয়াটাই একটা বাজে অভ্যেস। কেউ যখন বার বার চায় আমাকে তার মনের মতো করে চালাতে, এমনকী এমন কেউ, যাকে আমি চিনি পর্যন্ত না, তখন আমি মনে মনে হাসতে থাকি। এই উটকো প্রত্যাশাটাই আমাদের কষ্টে রেখে দিচ্ছে অনেক অনেক দিন ধরে। মানুষকে তার মতো করে ছেড়ে দিন না! কাউকে ভালো লাগছে না? তাহলে তার ছায়াও আর মাড়াবেন না! নিজেকে তার কাছে অহেতুক উটকো বানাচ্ছেন কেন? কত কাজ পড়ে আছে করার, তাই না?

সাত। কেউ আনন্দের জন্য বিয়ে করে, কেউবা আনন্দের জন্যই বিয়ে করে না। একসময় দুই দলই টের পায়, বিয়ে করা না করার সাথে আনন্দের কোনো সম্পর্ক‌ই নেই। মূল ব্যাপারটা বিয়ে নয়, মানুষ। বিয়ে করেও যদি কেউ নিজের মতো করে বাঁচতে পারে, তাহলে সে আনন্দে থাকবে। আবার বিয়ে না করেও যদি কেউ নিজের মতো করে বাঁচতে না পারে, তাহলে তার একসময় মনে হবে, বিয়েটা করলেই বোধ হয় ভালো করতাম।

আট। আমার জীবনের খারাপ লাগা হলো:
তুমি কখনোই আমাকে বুঝতে চাওনি।
আর অন্যতম বড়ো কষ্ট হলো:
তুমি আমাকে যতটুকু সময় দিয়েছ,
পুরোটা সময় শুধু ভুল‌ই বুঝে গেছ।

হয়তো আমার এটাই প্রাপ্য ছিল।

প্রার্থনা করি, তুমি নিজের মতো করে ভালো থাকো।

নয়। নিজের উপর বন্ধু নাই,
জিভের উপর শত্রু নাই।

দশ। Sometimes, I feel suffocated when I cannot hear your voice. During those moments, I become overwhelmed and harm myself in an attempt to forget your memories. I end up feeling more unwanted and insignificant to you. Meanwhile, you remain as indifferent as ever, as if I mean nothing to you.

এগারো। সব সহ্য করা যায়, কিন্তু একজন ভালো স্টুডেন্টের ফাঁকিবাজি সহ্য করা যায় না।

বারো। দুঃখকে আমি ভালোবাসি;
অস্তিত্বে তার বিশাল শরীর—
সুখকে কোনোদিন দেখিনি, তাই
তার সম্পর্কে আমি অজ্ঞ।

জীবনে জয়পরাজয়ের খাতায়
দেখেছি দুঃখকে। মিলনে, বিচ্ছেদে, মরণে কি মহামরণে...
দুঃখকে আমি করেছি জয়।

তেরো। অন্তরে যে-সুর বাজে,
তার সুরমূর্ছনা কত যে গভীর...
হৃদয় শীতল করে দেয়!

বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি না।
জলের শব্দ শুনতে পাচ্ছি, বৃষ্টির না।

মনে হচ্ছে, ঝরনা ঝরছে।
কাল্পনিক ঝরনা, পাহাড়ের ঢাল। বুনো গাছ আর পাখির ডাক।
...এসব শুনতে পাচ্ছি।

কী অপূর্ব!


ভাবনা: এক হাজার পঁচিশ
………………………………………………………………


এক। You are just as frail as I am.
You are a sucker for loving words... You weaponize your sensual appeal to me... And I?
I do the magical dance of words with what you call the truth.
You were a simulation, after all.
দুই। Please use me as a toilet tissue paper at the very first date... Not afterwards.
Not… After a few months... After a few nights...
The game is ON. You think I only love? I loathe too. And, I loathe you.
তিন। এটা আমার নিয়তি। তবে আমি আমার নিয়তিকে বদলে ফেলার ক্ষমতা রাখি।
চার। Everyone loves.
Then, everyone marries.
…Two very distinct things in everyone's life.
পাঁচ। You are wrong about your epitaph... You have done wrong to me.
And, I count. I count as a human being.
Either hate or love… Don't be in grey... You can be grey though.
ছয়। What doesn't kill you makes you stronger? My ass!! What doesn't kill you can fuck you up so bad that you can be fucked up your whole life for that!
সাত। Just a meatbag with hundreds of hours of practiced literature.
Not a poet!
You create poetry but you don't have the heart of a poet!
Dear Scorpio… They are all right about you!
আট। I have dealt with shit but you are a flower that smells like shit. Feels like shit. From distance, I saw the flower but from closeness, I dealt with the shit.
You don't want me... Oh… you say… You love me just in your heart... What a turn off!
This ego... I kept chasing you for my ego. Now, I have killed my ego. What have you got more, my life?
নয়। I have left the drag of an eight-year relationship. I have lost a six-year dreamy relationship. Now, you think you can kill me? I have already died, motherfucker... You can't scare me anymore!
দশ। All my life I have feared only one thing... I don't wanna be unremarkable.
এগারো। একটা স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট থাকবে আমার... দুটো রুম শুধু। একটা রুমে ঘুমোব আর রকিংচেয়ারে বই পড়ব দুলতে দুলতে। আর আরেক রুম?
সেটা আমার প্রাণের মিউজিক-স্টেশন হবে, মিউজিক-স্টুডিয়ো থাকবে আমার নিজের, পিয়ানো, কিবোর্ড আর মাইক, সাউন্ডসিস্টেম আর লুপপেডাল... ব্যস্!
এটাই এখন বেঁচে থাকতে দেবে আরও কিছুদিন। ওহ্ হ্যাঁ, আমার একটা ছোট্ট মিনি-ফ্রিজ থাকবে ওই ঘুমোনোর রুমে, অনেকগুলো আপেল রাখব ফ্রিজে।
বারো। I have long found my calling... But I am finally going to make a call now. I was born to be a musician.
All I want is to travel the world with someone who won't want me to cook for him, bear his child in my belly, let me sing my heart out.
No matter how badly I wanna run to you... I visualize the second I reach you, you will pass by me in fear, shame and societal madness. Yeah, your cowardice repels me even in my imagination.
So, that helps.
তেরো। I would never succumb to poverty. I will always remain a princess with good looks, snobbish tastes and sensuality in my persona even if I have an empty stomach.
চৌদ্দ। A morning kiss... can never go amiss.
পনেরো। Why am I so rude to mom? Although she is the only person I feel I love now, I don't wanna talk to her with an open mind. I remain at a distance from her. Why can't I just be loving with her?
Why do you insult me? Only your good behaviour can help my mom.
ষোলো। I wish you burnt every second of the days gone by without me.
সতেরো। I reject the ocean of yours as it's dark deep down and I can't swim within or without.
You can overcompensate for this unrequited love but you can never compensate for what you have lost.
আঠারো। You can run from the world if they cause you suffering, but where do you go if your family is the suffering?
উনিশ। And, about ladies… After marriage, they treat you like a nuisance to their busy family life, never widening their arms to you when you need a tight hug. But expect you to be there at their kids' birthday, always like their stupid family photos on Facebook and gossip about their sarees and jewelry. I am sorry, ladies, you are terrible friends.
বিশ। Why do you guys support those who talk disrespectfully of women?
একুশ। If you fail to woo her, she has got an attitude? A strong man can handle a strong woman.
বাইশ। We say, don't trust a gossip girl with your secrets. l say, don't trust a secretive person with your secrets. You don't know how he is using your secrets.
তেইশ। The ill-tempered father now seeks some good-tempered daughters to cater to his shouting. But the girls have grown to be voluptuous enough to leave his house and woo some courteers to pay their bills.
চব্বিশ। I will write... I will write the hell out of you... You, your frailty... all are vulnerable to my writing... You know I am a better writer... I just wasn't free from you...
But now...
পঁচিশ। If boys think they can confuse girls, I will confuse those motherfuckers!
ছাব্বিশ। It doesn't make a difference whether you love me or not. It only matters if I love you or not. I am disloyal to my God. So who are you to expect some loyalty?
I don't love you now, and that's all that can help you move on.
সাতাশ। Every act of love of mine was real, so now the loathing is real too. My feelings change. I want to be free so badly just as much as I want to be in love with you.
আটাশ। You know... I try to look good to have some confidence because I feel worthless far more often than not... not to woo you to marry me... not to woo any boys.
So, what harm can it cause if I want to look a little fair in my profile picture? Using a filter of even a borrowed phone?
It's hard for guys because they are programmed to think a girl's or a lady's good looks calibrated with her being his life partner. I don't judge you for that. So, I have decided to give a statement here...For only one or two people, maybe?
উনত্রিশ। I will never marry anyone to ruin his life because I agree with you… no boy will want to come close with me again.
I can't help it but I have accepted myself…
ত্রিশ। কী যে বৃষ্টি হচ্ছে এখানে, জানো?
খুউব বৃষ্টি পাঠাতে ইচ্ছে করছে তোমাকে!
এই বৃষ্টি, এই পাখিদের ডিম পাড়া,
চাঁদের চোখ ঝলসে দেবার ঝলমলে আনন্দ তোমার সাথে শেয়ার করা…
…এসব আর কোনো অর্থ বহন করে না আমার কাছে।
এই যে লিখছি,
এই লেখা তো আর তুমি পড়বে না, তাই
এটাও অর্থহীনই আমার কাছে।

ভাবনা: এক হাজার ছাব্বিশ
………………………………………………………………


এক। Sometimes I feel, I need to leave you...
দুই। তুমি আমার সব ভয় সরিয়ে দিয়ো।
তিন। একা থাকতে খুব কষ্ট হচ্ছে...কিন্তু তুমি তো কাল্পনিক...আমি কী করলাম এতদিন?
চার। খুব জানতে ইচ্ছে করে...মনে অনুভূতি কখনও আসেনি?
পাঁচ। তুমি সবসময়ই অপমান করে গিয়েছ, তাই তুমি একটা সময় শুধু আমাকে নিয়েই লিখবে। এজন্যই এই অপমানগুলো আমার জিত। আহারে, তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে কত সহজেই তাড়িয়ে দিতে পারো!
ছয়। খুব সুন্দর চাঁদ উঠেছে। দেখে নিয়ো। বলা হবে না আর তোমাকে মেইলে এসব। খুব কষ্ট হচ্ছে। কষ্টকে সবচেয়ে বেশি ভয় পাই, তাই সবচেয়ে বেশি কষ্টটা আমিই পাই।
সাত। আমার মতন ব‌ইবিমুখ মানুষ‌ও তোমার দেওয়া বইটা পড়ি একটু একটু করে। প্রেমে পড়লে মানুষ কী না পারে!
আট। Being married is a necessary evil. At least, you don't have to settle for a street loafer's company and eventually forced sex, which he thinks was so good. Eww…just to spend some time with a human being!
Yeah!
নয়। As usual, the cat gets killed by her curiosity! Have you ever slept with a wild animal? God… It's nauseating for me, good deterrent though.
দশ। মাঝে মাঝে মাত্র ১১৭টা যে ফেইসবুক ফ্রেন্ড আছে না, তাদের সবাইকে আনফ্রেন্ড না, ব্লক করে বসে থাকতে ইচ্ছে করে। তখন ওদের মতো প্রপার আর পারফেক্ট হবার প্রেশার তো থাকত না...ভালো থাকতাম অন্তত ফেইসবুকে।
এগারো। Why do I feel so insufficient? You know, love is a funny thing. You can be all-impressive...
Sometimes you stoop to the point where an addict scumbag gets a piece of you. The test was worth it though. Although it disgusts my body and my standards, it is proven that you do have the gift…
বারো। This tremendous passion of mine for you, needs a conduit. It needs to get out…
This tremendous passion of mine for you needs a conduit...needs to get out... And music is what I feel most at home with…
My art is my voice... My craft needs my fingers... My craft is my fingers on the piano keys... I feel relieved every time I sing my heart out…
All of it kisses you while flowing out of my throat... I kiss you in every way possible... I love you... All the way to the moon and back...
তেরো। আমাদের দেশের হিসেবটা একটু অন্যরকম, একটা ঠিকঠাক মেয়ের বিয়ে না হতে দেখলে বুঝবেন... মেয়েটি উচ্চাকাঙ্ক্ষী—ভালো কিছুর জন্য অপেক্ষা করছে। আর একটা ছেলের ৩২ হয়ে গেলেও বিয়ে না করতে দেখলে বুঝবেন, ছেলেটা জঘন্য রকমের অপদার্থ আর দায়িত্বহীন, কারণ সে বাবা-মা’র ঘাড়ে বসে খাচ্ছে আর ভাবছে, আমি আদরের ছেলে…
বিয়ের জন্য তাগিদ নেই যে-ছেলের, সেই ছেলের আমাদের দেশে স্পিরিচুয়াল কারণে অবিবাহিত থাকাটা কিছুটা অসম্ভবই।
চৌদ্দ। একদিন আমি আমার গ্র্যান্ড-পিয়ানো’তে ধুমসে সুর তুলব, সমুদ্রের পাড়ে। তুমি আমাকে মুগ্ধ হয়ে দেখবে আর বলবে, হায়রে বোকা... তোমাকে তো এমনিতেই ভালোবাসতাম, অ্যাত্ত গুণী হবার দরকার ছিলই না আমাকে ইমপ্রেস করার জন্য!
পনেরো। Why are you so sexy, Prince Charming? I have tried to think about you without desire but you are irresistible.
Why are you so sensual, Prince Charming? It's unbearable to the point when it smothers me.
ষোলো। আমি ইটালিয়ান ভাষায় তি আমো বলব, আমি ফ্রেঞ্চে ফ্রেঞ্চকিস দেবো, মান্ডারিনে সিয়ে সিয়ে বলব, জার্মানে নাইন বলব। তুমিই বলো, কে পারবে আমার সাথে কম্পিটিশনে?
সতেরো। তুমি জানো? সারাক্ষণ তোমাকে নিয়ে কত্ত খারাপ চিন্তা আসে মাথায়?
গিজগিজ করে উন্মাতাল চিন্তাভাবনা, অন্তরঙ্গ মুহূর্তগুলোতে বুনো মাদকতা ঘিরে থাকে আমাকে। আজ হঠাৎ মনে হলো…
এই ভাবনাগুলোকে খারাপ বলে কারা?
ওহ্, সমাজ?
তারা তো জানেই না, বৈধতা কী!
বৈধতা সেটাই, যেটা মন সত্যিই করে মানে, জানে, পুজো করে চলে।
আঠারো। It's so ironic that I seem so confident to everyone, But I feel so insecure on the inside for you...
উনিশ। আমি মেঝেতে পাতা মাদুরে একা বসে যখন ভাত খাই, জানালা দিয়ে রৌদ্র আসে মুখের ওপর, তখন মনে হয়, কেন তুমি একবার মন থেকে জিজ্ঞেস করলে না…
আচ্ছা বাবু, তুমি ভাত খেয়েছ? কীভাবে রান্না হচ্ছে? বুয়া এসেছে তো?
জিজ্ঞেস করে না একে অপরকে, যারা কোনো মায়ার টানে বাঁধা?
বিশ। তুমি ছাড়া আর কোনো পুরুষ বাংলায় কথা বলার চেষ্টা করলেও অসহ্য লাগে। অ্যাত্ত অর্ডিনারি লাগে জানো? তুমি আমাকে এভাবেই রুইন করেছ সব কিছু থেকে...যেসব হৃদয়-নিংড়ানো নয়, যেসব সূক্ষ্ণ অনুভূতি থেকে গড়ে ওঠেনি, যেসব আবেগ থেকে না…শুধুই দায়িত্ব থেকে গড়ে উঠেছে, আমি এখন ভেবে দেখলাম, আসলে কোনো কিছুই ভালো লাগে না, যেটা তুমি ছাড়া... তোমার ঊর্ধ্বে, তোমার বাহিরে, তোমার ছায়া মাড়ায় না।
একুশ। Please take me back. There's no place to live... Only a few to stay...but no place to live.
বাইশ। আচ্ছা, আমি এখন ম্যাচিউরড হয়ে গেলে তো এই পাগলকে আর পাবে না।
এটা তুমি চাও না—তুমি হয়তো জানোই না যে, তুমি এটা চাও না...আমিও চাই না...
তেইশ। আচ্ছা, আমার এখনও ট্রাস্ট ইস্যুজ আছে কেন বলো তো? তোমাকে নিয়ে এটা উবে গিয়েছিল... কিন্তু সেদিনের পর থেকে শঙ্কা, ভয়, সব কিছুই পেয়ে বসেছে, তুমি ফিরে না এলে এটা যাবে না, তুমি ফিরে আসো।
ফিরে আসবে?
চব্বিশ। যারা একা থাকতে চায়, তাদেরকে কেউ যেন দুম করে ভালোবেসে না ফেলে... কী ভীষণ অপমান, ইয়া আল্লাহ…!
পঁচিশ। তোমার দরজা বন্ধ হ‌ওয়া যেন দম বন্ধ হবার মতোই। কড়া নাড়ব না আর। খুলে দেখে কী বলবে, তা-ও জানা আছে। বলবে, “বিচ!”
মৃত্যুকেও ভুলিয়ে-ভালিয়ে কাছে আনতে পারলাম না। এ কেমন প্রেমদক্ষতা আমার?
ছাব্বিশ। আমি এবার পিয়ানোতে সুর তুলে প্র্যাকটিস করছি... এখন তুমি শুনলে আর অভিমান ধরে রাখতেই পারবে না।
হোক সেটা অন্য মিউজিশিয়ানের কম্পোজিশন, নিজ হাতে পিয়ানো শিটস ইউটিউব থেকে কপি করে কিবোর্ডে সুর তুলছি... এটাতে কতটা আবেগ থাকে, তা তো বুঝতেই পারো! একটা পারসোনাল টাচ থাকলে ছোট্ট একটা নুড়ি পাথরের মধ্যেও অনেক মিনিং থাকে।
সাতাশ। চিন্তা করছ, ক্ষমা করবে কি করবে না। এই তো ফেঁসে গিয়েছ... কারণ আমি জানি আমি তোমাকে এক-শো বার জিতে নিতে পারি, যতই রাগ বা গোস্‌সা করে থাকো। আমার সুপারপাওয়ার কিন্তু এটাই...
আটাশ। যখনই মনোযোগ আনতে পারি না কাজে বা কীবোর্ড প্র্যাকটিসে, আমি চোখ বন্ধ করে ফেলি... তোমার প্রিয় মুখ সামনে এনে একটু গালে গাল ঠেকিয়ে নিই...
নাকে একটা চুমু... খুব শান্ত হয়ে চোখ বুঁজে থাকো তুমি... যেন তুমি প্রস্তুত হয়েই ছিলে আমার এই হঠাৎ ছুঁয়ে যাওয়াটার জন্য।
এটা মেডিটেশনের মতো, আবার কাজ করতে পারি কিছুক্ষণ, তুমি জানোই না কত বার কতভাবে তোমাকে ছুঁই আমি। জানলে শান্ত হয়ে কখনও বসে থাকতে না, তোমাতে এমন স্তব্ধতা আছে... যা এই হৃদয়কে প্রশান্ত করে দেয়। ভালোবাসি, প্রিয়...

ভাবনা: এক হাজার সাতাশ
………………………………………………………………


এক। Everything I have ever said to you... I wish I could take it all back. Because, every now and then, I feel like I can't trust you. Why are you so untrustworthy?

দুই। সবচেয়ে সুন্দর প্রেমই হলো: না-পাওয়া। তোমাকে না পেয়েই যেন সারাদিন পেয়েছি…

সারাদিন,
সারাবিকেল,
সারারাত…প্রতিটি রাত!

সারাক্ষণই কানের কাছে তো তুমিই কথা বলো।

আমি কিন্তু ভালো আছি। নতুন পিয়ানো ক্লাস, নতুন ম্যাম।

তুমি কাশি কমানোর জন্য একটু আদা-চা খেয়ে নিয়ো।

তিন। Don't reply.
I might not like it

চার। আজকে কী কী খেয়েছি তোমাকে ছাড়া, জানো?
বাটার-নান আর চিকেন তন্দুরি, চিকেন-স্যুপ, ছোলাভাজা, গরম গরম বেগুনি, শাকের বড়া; সব অনেক মুচমুচে। তারপর সালাদ, তরমুজ, খোরমা খেজুর, পরে গরম গরম কফি—অরিজিন্যাল আমেরিকান নেসক্যাফে গোল্ড, কড়া। এত কিছু খেয়েছি তোমাকে ছাড়া!

তোমাকে তো বলাই হয়নি, আমার কলিজার টুকরো ভাগনিটার জন্মদিন ছিল। আমরা সবাই সেজেগুজে ওদের বাড়িতে ঘরোয়া পার্টিতে গিয়েছিলাম। শাড়ি পরেছিলাম—জর্জেট, সাথে কটি। চোখে ঝকমকে শ্যাডো আর নীল রঙের কাজল, ঠোঁট রাঙিয়েছিলাম গাঢ় মেরুন রঙে, গ্লসি ছিল লিপগ্লস…মানে ঝিলিক দেয় এমন ঠোঁট-রঙ, চুল ছেড়ে দিয়েছিলাম কাঁধের একপাশে। শাড়ি ছিল লেবু-রঙা, ওতে বেগুনি ফুল আর ডাল-পালার ছাপ-ছোপ।

আমাকে দেখলে তুমি ভারি পছন্দ করতে, আমি জানি। বেশ কিছু ছবিও তুলেছিলাম, কিন্তু…
একটা কথা। তুমি আমাকে ভুলে যেয়ো, আমিও যাব।
আজ আসি। কাল আবার মনে করিয়ে দেবো…
…আমাকে ভুলে যেতে।
পিএস। অনেক বড়ো কেক খেয়েছি…তা-ও তোমার প্রিয়টা—চকোলেট ফ্লেভারের।

পাঁচ। আমারে গালি দিয়েন না, গবেষণা করেই বলতেসি:
মেয়েরা রাস্তায় চলার সময় রাস্তা থেকে সালোয়ারের নিচের দুই অংশের উচ্চতা কখনোই এক হয় না—একটা একটু উঁচুতে থাকেই।


ভাবনা: এক হাজার আটাশ
………………………………………………………………


এক। সানি লিওনির একটা গানটা খেয়াল করে দেখলাম, এখানে সানি লিওনি নিজহাতে নিজের রক্ত দিয়ে নায়ককে চিঠি লিখে প্রেম নিবেদন করে। বুঝলে? এই পৃথিবীতে খালি আমি একাই প্রেমে পাগল নই। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্ম নেয়ই প্রেমে পাগল হয়ে ঘুরে বেড়ানোর জন্য। বয়সের সাথে সাথে আবেগ কমে না এদের। সব কিছুতে হারতে রাজি এরা, কিন্তু লাইলি-মজনুর মতো প্রেমকাহিনি এদের চাই-ই চাই! আমি মনে হয় তাদেরই একজন।
তোমাকে ভেবে এমনিতেই কাল ঘুম হলো না। রাত জেগে নিজেকে নিয়ে হঠাৎ ভাবলেম, তোমার একটা রিপ্লাই পেয়ে আমি এত খুশি কেন? কত ঝগড়া করি তোমার সাথে, তুমি কষ্ট দাও তাই; সব ভুলে গিয়েছি আমি। বড়ো হতে পারিনি এখনও। ম্যাচিউরড নই, কোনো ম্যানারই জানি না আমি। যা আসে মুখে সব বলে ফেলি তোমাকে। এত আবেগ কেন আমার! কী খাই আমি! নিজেকে নিয়েই আমি খুবই বিরক্ত! একটা দুধের বাচ্চাও আমার থেকে কম অবুঝ! একটা স্কুলপড়ুয়া মেয়েও আমার থেকে বেশি ম্যাচিউরড, বেশি সংযত! আমি বুঝি সব। তবু কন্ট্রোল করতে পারি না নিজেকে।
খালি রোমান্টিক গানই শুনছি গতকাল থেকে। এত সুখ আমার! তুমি একটু রূঢ় ব্যবহার করে আমাকে দমিয়ে দাও তো! আমি এত সুখ নিতে পারব না, মরেই যাব নির্ঘাত! কী করবে আমাকে নিয়ে তুমি! সব দিক দিয়েই আমি একটা জ্বালা! কিন্তু তোমাকে ভালোবাসার আগে আমি এমন জ্বালা-মার্কা ছিলাম না।
তোমার জন্য রক্ত দিয়ে একটা চিঠি লিখতে পারলে এখন মনে হচ্ছে ভালো লাগত। প্রেমযুদ্ধে আমি সানি লিওনির চেয়ে পিছিয়ে আছি। আমাকে এমনিতেই সাইকো বলো তুমি, তাই কাটাকাটিতে যাইনি আর। বড়ো হয়েছি না, বলো? নিজের শরীরও অনেক মূল্যবান আমার কাছে, তাই নিজেকে কাটিনি তোমার জন্য। আমার মনে হয়েছে, এতে তুমি ইমপ্রেসড হবে না, বরং খুব রাগ হবে তোমার। তাই তোমাকে নিজের পা কাটব বলে হুমকি-ধামকি দেবার পর নিজেকে সংযত করেছি। ফালতু কাজ করে তোমাকে ইমপ্রেস করা যাবে না বলেই আমার মনে হয়েছে। তোমাকে ভালো লাগে। তুমি আমার চোখে পারফেক্ট।
দুই। তুমি আমার কাছেই থাকো, এটা না জেনেই আমি তড়পাচ্ছিলেম তোমার জন্য বেশ কিছুদিন ধরে। এখন জানার পর খারাপ লাগছে, কারণ তুমি ইচ্ছে করেই আমার সাথে দেখা করতে চাও না। আমার প্রতি তোমার কোনো অনুভূতিই কাজ করে না, না হলে দেখা করতে তুমি। আসলেই আমি ব্যর্থ! মন খুবই খারাপ লাগছে।
আমি বিদেশ চলে যাব। ভালো করেছ আমাকে কষ্ট দিয়ে। এখন পড়ব আমি। কেউ নেই আমার এ দেশে! আর দেরি করব না! ফোননম্বরও পালটে ফেলব। আমার কেউ নেই, এমন দেশে গিয়ে পড়ে থাকব আমি! পচে-গলে কোথাও মরে পড়ে থাকব। তোমার কাছে আর দেখা করার অনুরোধ করব না!
Why would I stoop to this begging you if you don't want me? I am hurt! What did I do all these years? I quit. It hurts! I can't take it anymore! I can't take the agony of loving you! I quit! I quit! I quit!
You hear me? I fucking quit!
পারছি না আর! এত যন্ত্রণা নিতে পারছি না আমি। চেষ্টা করেছি তো আমি! আমাকে মাফ করে দিয়ো পারলে। এই দূরত্ব আমি আর নিতে পারছি না। পারছি না মানতে যে, তুমি এমন করতে পারো আমার সাথে! ভালো থেকো তুমি!
তুমি আজকাল মাত্র কিছু টাকা দিলেই পার্টনার পাবে, বুঝলে? কিনে নিয়ো। কী দরকার আমাকে ডাকার? এত পেইন কে নেবে? শালা! কত লোকে আরামে প্রেম করে, আর ধরাটা কিনা খেলাম আমিই! আমি চাইনি তোর মতো মানুষের প্রেমে পড়তে, এত ভালোবাসতে! এত কষ্ট কেন?
পড়তে বসতেই হবে আমার, বুঝলে? কেউ নেই এই পৃথিবীতে আমার! কেউই না! ভুল ভেবেছিলেম আমি যে, তুমি আছ আমার! অসম্ভব! তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারতে না যদি এতটুকু আপন ভাবতে! IELTS দিতেই হবে আমার! এমনিতে দেশ ছাড়ছিলেম না তো, তাই আল্লাহ লাত্থি মেরে তাড়াচ্ছেন! ভালো করেছ কাজটা! এখন যাব আমি যে-কোনো দেশে, যেখানে তুমি নেই! আর জীবনেও দেখা হবে না আমাদের! তোমার শহরে থাকা মানেই যন্ত্রণা! I quit!
এত কষ্ট যে দিতে পারে আমাকে, তাকে কেন ভালোবাসি আমি? বললি কেন, তুই আমার কাছেই? কত্ত খারাপ তুই! কীভাবে পারস আমার আবেগের সাথে এইভাবে খেলতে? I quit!
আমি এখন কাঁদছি ক্যান? আমি তো স্ট্রং হয়ে উঠেছিলেম আবার! তবে কেন এখন আবার ভেঙে পড়ছি, বল? ভালোবাসা মানুষকে এত যে দুর্বল করে দেয়, তবুও মানুষ ভালোবাসে ক্যান? মানুষের কি লজ্জা নাই?
আমি যখন সফল, তখন আমি খুব অ্যাট্র‍্যাক্টিভ ছিলেম, তাই না? এখন আমি লুজার, তাই আমার কোনো মূল্য নেই তোর কাছে! আমি জানি সব! সব বুঝি আমি! তুইও সবার মতনই ছেড়ে দিয়েছিলি আমাকে! আমিও ভুলিনি কিছুই!
অসাড় তুই, সাফল্য দিয়েই জাজ করিস তুই। আমি এখন আর সেক্সি না তোর কাছে! সাকসেস ইজ সেক্সি! I quit!
নক দিলি কেন তুই আমাকে? ইবলিশ কোথাকার!
আমি হাল-ছাড়া মানে মনে করিস না যে, আমি আত্মহত্যা করব। সারাজীবন তোকে অভিশাপ দিতে হলেও মরব না। আমার মন ভাঙবি বার বার, আর তোর কিছুই হবে না? তুই দেখিস! তুই কাঁদবি আমার জন্য! যতই চাস যে ভুলে থাকবি আমাকে, পারবি না! আমি পারছি? I quit!
তুই আমার কাছে ক্যান, আমার পাশের রুমেও এসে থাক না, আমি ফিরেও তাকাব না! ঠ্যাকা পড়সে আমার! I fucking quit!
You think you are great and deserve this level of attention from me? You get this kind of veneration and worship because this is my love! I'm that kind of lover! It's not your fame and talent and all those worldly parameters that I'm attracted to You! You are mistaken if you think you are entitled to being this jerk to me because you are a great personality! This is my love and hence, you have got all this loving years of my HARD-EARNED life! Just remember this! I'm done here!
আমি তোকে খুন করব? নাহ্‌! সে যোগ্যতাই তোর নেই! আর ভয় পাস না! I'm through here! You repel me! You disgust me! You nauseate me!
তোর শুভাকাঙ্ক্ষী কোটি ছাড়াক, দোয়া করি; কিন্তু তুই আমার ভালোবাসা পাবি না আর! তুই পাবি শুধুই অভিশাপ। কারণ কী, জানিস? আমি জীবনেও বিয়ে করব না! আমি যখন কাঁদব, তখন তুইও কাঁদবি! I may not believe in God but I do believe in Karma!
আজ আমার চাকরিটা হলে এমন করতি আমার সাথে? করতি না! আমি বুঝি সব! সব বুঝি আমি! মিথ্যুক তুই! আমাকে করুণা করে সহানুভূতি দেখাস? হেল্প করতে চাস আমাকে? Never! I would never come to you to share my life again! You don't deserve me! You never did! I quit!
You knew I was someone else's girlfriend, but still, you made me cheat on him! I'm not a cheater! My entire integrity collapsed for sleeping with you that fateful night! I fell in love as a lover after sleeping with you! I have lost my relationship with him for you! What have you lost? Huh?
You posted funny cat pictures on your wall while I suffered this agonising guilt of having to cheat on my ex and fall in love with a man incapable of giving the slightest compassion! You only wanted to screw me when I specifically told you that I wanted a relationship before the first night! I wasn’t a one-night stand even then! You didn’t care!
You have caused my doom! Now, you can't even comfort me when I'm dying for a hug? I forget every time that you are incapable of giving back! I ask from you being naive! You never deserved my pure emotions but I’ve kept pouring my heart into this relationship for the last six years!
I have lost everything in those years! I have lost my dignity, my self-esteem, my integrity! You’ve led me on anyway! You’ve never loved me back! You’ve never communicated all these years! I quit…
I'm down to my knees now.


ভাবনা: এক হাজার উনত্রিশ
………………………………………………………………


তোমাকে খুন করব না আমি। সেই অধিকার রাখি না আমি আর! কাউকে খুন করতেও অধিকার লাগে। এই ভালোবাসা আর তোমার দুয়ারে কড়া নাড়বে না, কথা দিচ্ছি। আমার এত এত আবেগ আমি কবর দেবো, কথা দিচ্ছি। আর পারছি না এভাবে কাতরাতে তোমার ভালোবাসায়! হাল ছেড়ে আত্মহত্যা করতে পারি না এখন। সেই পরিস্থিতি নেই আর। এটা আরও কষ্ট বাড়ায় আমার। তোমার ব্লক করতে হবে না, আমি নিজেই ব্লক করছি তোমাকে। আজকে আমার চাকরিটা হলে কাছে আসতে দিতে আমাকে, তাই না? আমি সব বুঝি! আমি আর বাচ্চা নই এখন! সব বুঝি আমি! সব! সব বুঝি আমি!
আজ আমার কান্না করার কথা ছিল না। কষ্ট দিয়েছ তুমি আমাকে। আমার প্রতি অ্যাটেনশন দেখালে কেন যদি পাত্তা না-ই দাও? আমি দুই দিন ঘুমোইনি খুশিতে। এখন কাঁদছি বাস্তবতা ভেবে। আমি কাঁদছি কেন, বলতে পারো? You hurt me! You play with my emotions! সব বুঝি আমি! আমি বোকা নই! আজ আমি সফল হলে ঠিকই আমার প্রতি প্রেম আসত তোমার! এখন আসে শুধুই করুণা! সব বুঝি আমি! সফল হলে সেক্স অ্যাপিল থাকত আমার তোমার কাছে! এখন শুধু আমার জন্মদিনে কেক আর টাকা পাঠাতে চাও! ভাবো, আহারে, বেচারি! কেক খাবে, টাকা নেই! তাই তো? করুণা রাখো তোমার, ভাই! আমি সফল হতে না পারলেও একই মানুষটা আমি রয়ে গেছি, তাই না? একই মানুষ আমি এখনও! পারিনি সফল হতে! কী করব আমি, বলো? একই মানুষটাই সফল হলেই কি অন্য কেউ হয়ে যায় নাকি?
আমার আবেগ নিয়ে এজন্যই পারো এখন খেলতে! সফল হলে ভয় পেতে আমাকে, তাই না? তুমিও সবার মতোই, আমি দোষ দিই না তোমাকে। দুনিয়াটাই এমন! এখানে কেবল সাফল্যেরই জয়জয়কার।
আমি কাঁদছি আজ সকাল থেকেই। আমাকে কাঁদালে কেন আবার? আমি তো হেসে উঠেছিলেম, আবার তবে কেন এভাবে আশা জাগালে? সব মনে করিয়ে দিল তোমার এই খেলা…বুঝলে? সব বুঝি আমি! সফল হলে আজকে আমাকে কাছে ডাকতে তোমার খুব ইচ্ছে করত, তাই না? যতই অস্বীকার করো তুমি, এটাই সত্য! আমাকে নিয়ে এভাবে মজা নিতে না আজ যদি চাকরিটা হতো!
আমি মরেই যাব! তোমাকে আর আকুতি-মিনতি করতে পারব না। রাতভর গান শুনব আর কাঁদব—এ-ই আমার নিয়তি। না পারি মরতে, না পারি এতটুকু বাঁচতে। সকাল থেকে পাগলের মতো খালি কাঁদছি আর লিখছি তোমাকে। আমার তো কাঁদার কথা ছিল না আজকে, কিন্তু তুমিই কাঁদাও আমাকে। যতই শক্ত হতে চাই আমি, লাভ নেই। হাসতে চাই, লাভ নেই। উঠে দাঁড়াতে চাই, লাভ নেই।
সারাজীবন কাঁদব আমি, তা-ও তোমার কাছে আর ভিক্ষে করব না। হাতে চাকু দিয়ে দাগ কাটতে পারব না, সবাই দেখবে; কিন্তু পায়ে তো পারব? যত বার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তত বার পা কাটব আমি। পায়জামার ভেতর কেউ দেখবে না। তবে তোমাকে জানানো জরুরি, কারণ এটাও তোমারই দায়! It's fun even telling you! I hate you this much! You get it? সব তোমার দোষ! এবার কী করবে? সাইকো বলো এবার? অসুস্থ আমি, তাই না?
তোমার মতো সুস্থ হতে চাইও না। তুমি তো মানুষের পর্যায়েই পড়ো না! নির্দয়, পাষাণ আর নির্বিকার তুমি, ভাই! পা কেটে ছবি পাঠাব এবার। কেমন লাগবে তোমার? না পারবে ভালো ফিল করতে, আবার না পারবে কষ্ট পেতে, কারণ আমি তো তোমার কেউ নই, তাই না? মরতে না পারি, নিজেকে আঘাত করতে তো পারব, তাই না? আর তোমাকেও একটা যন্ত্রণায় ফেলে দেওয়া যাবে! জিনিয়াস প্ল্যান এটা! আমাকে নিয়ে মজা করতে আর পারবে না তুমি! You can't play with my emotions anymore! তুমি দাঁড়াও না! দেখাচ্ছি মজা এবার! আমার রক্ত পড়লে তুমিই কাঁদবে, দেখো?
নিজেকে একটা শাস্তি দেওয়া দরকার এবার আমার! তোমার কাছে অপমানিত হলেম কেন? আমি না ফিনিক্স? কুত্তা তুই একটা! বুঝলি? (কুত্তা)^~ …এটাকে বলে কুত্তা টু দ্য পাওয়ার ইনফিনিটি‌! তুই বললি ক্যান, তোর আমারে মনে পড়সে? ব্লক করে দিচ্ছিস না ক্যান আমারে? মজা নিতে রাখসস আমারে? আমি কিছু একটা করে বসবই এবার! দেখিস তুই! এই অপমান আমি নিতে পারছি না!
আমাকে কাঁদাস ক্যান তুই? জানিস না, আমি কষ্টে আছি? আমি যখন সুপারিশপ্রাপ্ত, তখন আমাকে তারিকের কাছে যেতে দিসনি তুই! যখন গেজেট হলো না, তখন বিদায় দিয়েছিস নিজের শত শত মেসেজের মাধ্যমে! অস্বীকার করতে পারবি এটা? মিথ্যুক! প্রতারক! লোভী তুই! এখন আর দেখা করতে চাস না ক্যান আমার সাথে? আমি চাকরি পাইনি বলে? আমাকে কাঁদালি ক্যান তুই আবার? উত্তর দে! আমি কী দোষ করেছি? এত কষ্ট দিস কেন আমাকে?
আমি কারও কাছে যেতে পারি না ক্যান? কী মন্ত্র পড়াই রাখসস আমাকে? গালি খাস, তা-ও ব্লক করস না! আমার সাথে থাকলে কী ক্ষতি হতো তোর? জাত নেমে যেত? তুই তো আবার বড়ো মানুষ! এজন্য পারছিস না? আমার তারিককে ফিরিয়ে এনে দে তাহলে? আমি ভালোবাসার মানুষ ছাড়া বাঁচব না!
কথা বলো। উত্তর দাও আমাকে। আমার তারিককে ফিরিয়ে এনে দাও। আমার লাইফটা আগের মতো করে দাও, প্লিজ। আর কিচ্ছু চাইব না আমি তোমার কাছে তাহলে। তুমি তো ভগবান! তুমি পারবে না? আমি সাধারণ একজন মানুষ। আমার তারিককে এনে দাও, প্লিজ! আমার যে সব শেষ! আমি কী নিয়ে বাঁচি এখন, বলতে পারো?
তুমি তাহলে এই প্রশ্নের উত্তর দাও…তুমি কেন বললে, আমার কথা তোমার মনে পড়ছে? এই মনটা কোনো কিছুতেই শান্ত হচ্ছে না আজ। শূন্যতায় খাঁ-খাঁ করছে বুকে। তুমি তো ঈশ্বর! আমার জীবনে ভালোবাসার মানুষটাকে আবার ফিরিয়ে দাও, প্লিজ! তোমার দুটি পায়ে পড়ি আমি! সত্যিই পায়ে পড়ব তুমি সামনে এলে!
আমি তারিককেও যে অনেক ভালোবেসেছি! আমি একা এখন কাউকে এতটুকু কাছে আসতে দিতে পারি না। শরীরই চাই এখন শুধু, কিন্তু দেখো, আমি সেটাও পারি না দিতে কাউকে! তোমাকে দিয়ে বসে আছি আমার সবটা!
আমি হাতের রগ কেটে ফেলব। আমার ব্লাড গ্রুপ বি-নেগেটিভ! কেউ পারবে না ব্লিডিং হলে আমাকে বাঁচাতে, বুঝলে? আমি এমনিতেও শেষ! কী আছে আমার? বলো তুমি? তারিককে এনে দাও, নাহলে তুমিই আমাকে সময় দাও! যে-কোনো একটা করো তুমি!
আমি সফল না হলেও সেই একই আগের আমি আছি। একবার কাছে এসেই দেখো না আমার! আমি মানুষটা তো আগের মতোই আছি, তাই না? সফল হতে পারিনি শুধু…চেষ্টা তো করেছি আমি, তাই না? তুমি কাছে আসতে দেবে কি না বলো আজই আমাকে! এত এত হন্তারক স্মৃতি নিয়ে আর বাঁচতে পারছি না আমি।
আমাকে নিয়ে কেন এত কবিতা লিখলে তুমি যে, আমি পারি না তোমাকে ছাড়তে? তোমার শরীর চাই আমি, কবিতা চাই না। দেখা করবে কি না, সেটা বলো আজকে! আমি নইলে আত্মহত্যা করব বলে দিচ্ছি কিন্তু! আমার বড়াপ্পু মরেছে ভালোবাসার জন্য, আমিও মরব। তাই না?
আমি মরলে তখন কী হবে? আমি কিন্তু সত্যি বলছি! দেখা দেবে কি না বলো! I want sex, I need it. এটা আমাকে দিতেই হবে তোমার! তুমি পালাবে কোথায়? আমি প্রতিদিন নিজের পা কেটে কেটে ছবি পাঠাব তোমাকে, বুঝলে? আজ ব্লেড বা অ্যান্টিকাটার কিনে আনতে পারিনি। সময় আছে এখনও…ব্লক করতে পারো যদি রক্ত ভয় পাও!
কী ভাবলে? দেখা করবে কি না বলো না ক্যান? জাস্ট দেখা করতেই তো চাইছি, তাই না? তুমিই আমাকে বাঁচাতে পারো এখন! গত ৭ বছর ২ মাস ১১ দিন আমি কারও স্পর্শ ছাড়া আছি! তুমিই পারো আমাকে এই অভিশাপ থেকে বাঁচাতে এখন! দেখা দাও শুধু, আর কিচ্ছু চাইব না! জানো, আমি ঘনিষ্ঠ কোনো মুভি-সিনও দেখতে পারি না এখন, তুমি চলে আসো মাথায়! আমি হট হতে পারি না এখন! এজন্যই তোমাকে প্রেশার দিচ্ছি। আমি আসলেই মরে যাচ্ছি তুমি ছাড়া! আমি তো তোমাকে বিয়ে করতে বলছি না আমাকে, শুধু সুখ দাও!
আজকে আমার চাকরিটা হলে তুমি দেখা দিতে। এটাই বাস্তবতা। আমি তো চেষ্টা করেছি সফল হবার জন্য, তাই না? আর কী করতে পারি, বলো? দুনিয়াটাই এমন, তোমার দোষ নেই এখানে। সাকসেস ইজ সেক্সি, অ্যাপিলিং, পাওয়ারফুল! যার সাকসেস নেই, তার বেঁচে থাকার কিছুই নেই।
Content Protection by DMCA.com