আমি কি তবে তোমায় একটু বেশিই ভালোবেসে ফেলেছি? আমি কি তবে তুমি নামক নেশার ঝোঁকে একটু বেশিই আসক্ত হয়ে পড়েছি? আমি কি তবে তোমায় একটু বেশিই নিজের বলে ভেবে ফেলেছি? আমি কি তবে তোমার সাথে একটু বেশিই নিজেকে জড়িয়ে ফেলেছি? আমি কি তবে তোমায় একটু বেশিই আমার আমার বলে চেঁচিয়েছি? আমি কি তবে তোমার ব্যক্তিগত লাবণ্যময়ী হব ভেবে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছি? আমি কি তবে তোমায় একটু বেশিই কল্পলোকে ঠাঁই দিয়ে ফেলেছি? আমি কি তবে তোমার প্রেমে একটু বেশিই লাজবন্তী হয়েছি? আমি কি তবে তোমায় একটু বেশিই পাগলামো করে করে আমি’তে আটকেছি? আমি কি তবে তোমার অনুপমা হতে চেয়ে একটু বেশিই স্বার্থান্ধ হয়ে গিয়েছি? আমি কি তবে তোমায় একটু বেশিই আমার অগোছালো ভাষাবিন্যাসে সাজিয়ে বাঁধতে চেয়ে ভুল করে ফেলেছি? আমি কি তবে তোমার আশ্রয়ে থাকব বলে একটু বেশিই তুমিবিহীন নগরীর একমাত্র বামপন্থি হয়ে পড়েছি?