তুমিই কি বাঁচার শিল্প শেখাও?
ভাবতে ভীষণ অবাক লাগে...
তোমার মতন স্পষ্টবাদী একজন মানুষ
আমায় বলতে পারে না
জীবন থেকে চলে যেতে!
তুমি আমায় করুণার সুরে শুধোলে,
যে কয়টা দিন আছ,
জীবনকে নতুন করে ভাবতে শিখবে?
অট্টহাসিতে বুকের ভেতরটা ফেটে পড়ছে!
তোমায় কীভাবে বলব...
আমার চোখজুড়ানো ঘুম নামবে কিছুক্ষণ পরেই।
বৃষ্টি মুছে বহুকাল পর...
গভীর আলিঙ্গনে আবদ্ধ হতে চলেছি আমরা।