বন্ধু বলি তাকেই

যার হাতটা ধরলে পরে নির্ভার লাগে,
যাকে হাসতে দেখলে মনে ভীষণ শান্তি জাগে,
যার সব কাজেই ছেড়েছুড়ে সব পাশে থাকা যায়,
বন্ধু বলি তাকেই।

যার কাছ থেকে চাওয়ার আগেই সব পেয়ে যাই,
যে মুহূর্তেই চেহারা পালটে যায় না ছেড়ে দুঃসময়ে,
যার কাছে যায় বিনা দ্বিধায় দুঃখ-সুখের গল্প বলা,
বন্ধু বলি তাকেই।

যার চিন্তা সরল, ভাবনা সহজ, যাপন স্বচ্ছ,
যার মনের চোখে ধরা পড়ে আমার আড়াল-প্রকাশ,
যার স্বভাব‌ই হলো ছোটোলোকিকে এড়িয়ে চলা,
বন্ধু বলি তাকেই।
Content Protection by DMCA.com