আমি সত্যিই ভুলে গিয়েছিলাম বিবেকবান কাকে বলে! আমি ভুলে গিয়েছি বিবেকের আর্তনাদে সাড়া দিয়ে তোমাকে ভুলে যেতে! আমি ভুলে গিয়েছি বিবেককে প্রাধান্য দিয়ে তোমাকে হারিয়ে ফেলতে! আমি ভুলে গিয়েছি তুমিশূন্য হয়ে একজন বিবেকসম্পন্ন মানুষ হতে! আমি আরও একবার ভুলে গিয়েছি স্তব্ধতার শহরতলির আগন্তুকের সমস্ত অভিশাপকে! আমি ভুলে গিয়েছি চিরাচরিত রীতিনীতির নিপট বাঁধনে আটকে থাকতে! হ্যাঁ, আমি সত্যিই ভুলে গিয়েছি তুমি-বিবর্জিত সত্যগুলিকে ভালোবাসতে! আমি ভুলে গিয়েছি তুমি থেকে হাজার মাইল দূরে ভালোবাসার রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে থেকে তোমাকে ত্যাগ করতে! আমি ভুলে গিয়েছি তোমার স্পর্শ ব্যতীত রাতের কালো-নীল রঙের খেলায় মাতোয়ারা সুবিশাল আকাশকে দেখতে! আমি ভুলে গিয়েছি তোমার অনুগামিনী না হয়ে রাতের সুবিস্তৃত বুকে নীহারিকাপুঞ্জ সজ্জিত পথের পথিক হতে! হ্যাঁ…আমি আজ সত্যিই ভুলে গিয়েছি তুমিহীন তোমার মধ্যে হারিয়ে গিয়ে নির্বিকার মাঠের কোণটায় দাঁড়িয়ে তোমাকে খুঁজতে! আমি ভুলে গিয়েছি আমার মনের মন্দিরের নিভৃতে যত্নে সাজিয়ে-রাখা বিবেক নামক বিশ্বস্ত প্রবৃত্তিটিকেও!