প্রিয় অভিশাপ

কালো আঁধারের মাঝেও, তোমার নামেই যেন আলোর প্রতাপ!
এই পুরো জীবনে তুমিই আমার একটিমাত্র প্রিয় অভিশাপ!


এবার অমানিশাটা যাক না কেটে শুধু...শুধু একটি বার!
কথা দিচ্ছি, পূর্ণিমাতিথি তোমারই জন্য গচ্ছিত আবার!


আমিও ছিলাম কেমন রঙের ফানুস,
উড়ে যেতাম, ছড়িয়েও দিতাম রেশ!
আমিও ছিলাম কারও প্রিয় মানুষ,
হয়তো ভুলেরই খাতায়…বেশ বেশ!


ও গো, আরও কিছুটা সময় নাহয় আমায় দিতে…
নাহয় আরও কিছুকাল একরোখা হয়েই…আমায় ভালোবাসতে!


এমন প্রতারক হয়ে বেঁচে না থেকেও পারতে না কি?
আর কিছু হোক না হোক, তোমায় যে শ্রদ্ধাটা করি,
সেখানটাতে থাকত না আজও এতটুকুও ফাঁকি!
আমায় পাঠালে কেন অনেক দূরে…এই অবেলায়…হলুদ খামে?
এমন মিথ্যে ভালোবাসায় বিদ্ধ হয়ে ডাকি যে তোমায় কাপুরুষ নামে,
এ যে শাস্তি কেমন, বুঝতে যদি…দিন-রাত্রি কতটা যে শুধুই মরি!
Content Protection by DMCA.com