প্রতীক্ষার খেদ




আমি ভেবেছিলাম,
আমাদের স্মৃতিতে
মরচে ধরেছে।
আমি কি এতটাই ভুল?

চেয়ে দেখলাম—
বুকের ভেতরটাতে
শুধুই মরীচিকা।
আমি কি এতটাই অবুঝ?

তার অনুভবের কোত্থাও
আমি নেই জেনেও,
তার‌ই জন্য কাঁদছে এ মন।
আমি কি এতই নির্বোধ?

কোন সুখে বাঁধো আমায়?
প্রতীক্ষাই আমার অসুখ।
আমি কি এতই নিশ্চুপ?