দীর্ঘসময়ের নিস্তব্ধতার অবসান ঘটিয়ে
আপনার আকস্মিক পর্দাপণ প্রকৃতঅর্থেই
চমকে দিয়েছে আমার সম্যককে।
আপনার স্পর্শে, চিন্তনে—
পর্যবসিত আমার বিমোহিত চিত্ত...
যার জন্য প্রজ্জ্বলিত হয় স্থৈর্য, অতিরঞ্জিত হয় স্মৃতিস্মারক।
নৈঃশব্দ্যের স্বস্তি, নীরবতার মাধুর্যতা বোঝাতে
এ কক্ষে আপনার বিচরণ অনিবার্য, কেননা
এ ক্ষণে অন্তর্জ্ঞানীয় মহত্তম অভিসন্ধি
সন্নিবদ্ধ হয়েছে আত্মচৈতন্যের পরিক্রমায়, অত্যুক্তির পথযাত্রায়—
এমন নিরুদ্বিগ্ন চিত্তে আরাধ্যের মগ্নতায়
আপনার হৃদয় হবে নির্দ্বিধায় পরিতুষ্ট।