আমার শুধু মনে হয়—
আমি এক্ষুনি দমবন্ধ হয়ে মারা যাব।
নিজের অশ্রুকে কক্ষনো ফিরিয়ে দিতে নেই—
আমার বুকের ভেতরটা
কান্নায় জমাট বেঁধে থাকতে থাকতে
ক্লান্ত হয়ে পড়ে—ঠিক যেমন করে
মানুষ স্মৃতিতে থাকতেই বেশি পছন্দ করে।
এই বিষাদ পেরোলেই অন্তিম সূর্যাস্ত,
সন্নিকটে অচেনা প্রহর—
যেখানে গাঁথা ছিল আমাদের যোগসূত্র।
এক আগন্তুকের শরীরের ঘ্রাণে...
নির্বাক প্রাপ্তির আস্বাদন,
সহজলভ্য ছিল না আমার স্বপ্নে—
যার সম্ভাষণ।
অপারগ এক হস্তক্ষেপের কারণে
খুঁজেছে তাকেই এ বুকের পাঁজর;
নীলাভ পত্রে লিখেছিলাম
আমাদের একান্ত কথন।