নীরবতার সৌন্দর্য

 আমাদের নীরবতাগুলিই শেখায়,
 কথা বললে কেবলই কোলাহল বাড়ে।
  
 কিছু জিনিস আমাদের মাথায় থাকে, যেগুলির কিছু অর্থ অন্তত আমাদের কাছে আছে,
 এমনকী কারও সঙ্গে দেখা হবার পরও আমরা তার মধ্যে সেই জিনিসগুলিই খুঁজে চলি!
  
 ভিড়ের মধ্য থেকে কখনও কখনও এমন কোলাহলও ভেসে আসে,
 যা আমাদের ভুল পথে নিয়ে যায়, তখন
 রাতের ধাক্কাটা এসে লাগে রীতিমতো দিনের আলোয়,
 বোঝা হয়ে যায়, কিছুই আর করার নেই…
  
 আকাশ কিংবা স্বর্গ, ওরাও আজ বাঁচতে শিখে গেছে, তাই
 হিমশীতল হাওয়াতেও দেখি আনন্দ জাগে…সেই নীরবতাতেই!
  
 কিছু ভুল, কিছু স্মৃতি, কিছু ঘুম, কিছু স্বপ্ন, সব মিলেই তো এ জীবন!
 মানুষ বড়ো বেশি সুখ টানে, বড়ো বেশি দুঃখ আনে…এসবের খুব কি প্রয়োজন!
  
 আজ তুমিও নীরব, আমিও নীরব।
 দেখা যাক, কার দুঃখ আগে বৃষ্টি ঝরায়!
  
 এসো, দু-জন মিলে চুপ হয়ে থাকি।
 অনেক কথাই যে শোনার এখনও বাকি! 
Content Protection by DMCA.com