অদৃশ্য একাকী পথের সন্ধানে...
পুড়ছে তোমার যত স্মৃতি।
তুমি সেই অভিসন্ধি সম্বন্ধে অবগত জেনেও,
সামান্য মায়ার আচ্ছন্ন উত্তাপে...
বিচলিত হয় আমার ছায়ামূর্তি।
সূক্ষ্ণ অনুভূতি জাগিয়ে রাখা—আনুষ্ঠানিকতা মাত্র।
এক ভয়ানক সম্ভ্রম জাগে এ শরীরে,
স্পর্শের অগোচরে ভাঙে প্রতিশ্রুতি,
নিস্তব্ধতায় আমাদের পথ...
রোধ করে চলেছে করুণ সম্মতি।
স্মৃতির আকস্মিক পরিবর্তনে...
তোমার রূপরেখা—যেখানে আঁকা আমারই প্রতিচ্ছবি।