নির্বাক প্রতিজ্ঞা



রূঢ় প্রত্যাখ্যানের ভিড়
তোমায় হারিয়ে বুঝেছি—
আমি কতটা স্থির!
ব্যাকুলতার বন্দি কারাগারে
আচমকা তোমার হস্তক্ষেপ,
থমথমে কণ্ঠস্বরের আড়ালে
নির্ভুল চেতনার উদ্‌বেগ।

জাগতিক সুখ করেছি ছিন্ন,
তোমার খোঁজে মত্ত এ চিত্ত।
যে-প্রণয়ে ছুঁয়েছিলাম তোমার স্বর,
সে নির্মম প্রতিজ্ঞার সর্বনাশে
সূচিত হয়েছে—
নিয়তির জনশূন্য পথ।

অপস্রিয়মাণ ছায়ার মৃত্যুতে
বিমোহিত তার স্বরূপ,
যেন—
আকস্মিক আলোড়ন, অনিবার্য!

সুতীব্র ঘ্রাণ তার কেশ জুড়ে,
নামান্তরে বিস্তৃত পরিহাস।
দীর্ঘ বিপর্যয়ে
হৃদয় হলো ক্লান্ত—
তবু লিখিত রূপে তুমি আজও
এই হৃদয়ে প্রকাশিত।
Content Protection by DMCA.com